Himachal Pradesh Assembly Election 2022: ত্রিমুখী লড়াই হিমাচলে, ক্ষমতা দখলে মুখিয়ে আপ-ও, ঢক্কানিনাদ ছাড়াই প্রার্থিতালিকা প্রকাশ কংগ্রেসের
Himachal Pradesh Election 2022: এ বছর ত্রিমুখী লড়াই। বিজেপি ছাড়াও হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে নাম লেখাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।
![Himachal Pradesh Assembly Election 2022: ত্রিমুখী লড়াই হিমাচলে, ক্ষমতা দখলে মুখিয়ে আপ-ও, ঢক্কানিনাদ ছাড়াই প্রার্থিতালিকা প্রকাশ কংগ্রেসের Himachal Pradesh Assembly Election 2022 Congress releases First List of candidates for November 12 voting Himachal Pradesh Assembly Election 2022: ত্রিমুখী লড়াই হিমাচলে, ক্ষমতা দখলে মুখিয়ে আপ-ও, ঢক্কানিনাদ ছাড়াই প্রার্থিতালিকা প্রকাশ কংগ্রেসের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/20/3cb89ad7194e3f3c727c4f5f96a4003f1666277198490338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ধর্মশালা: মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি-ই। তবে গত চার দশকে পালা করে সরকার গড়ার সুযোগ পেয়েছে তারাও। কিন্তু এ বছর ত্রিমুখী লড়াই। বিজেপি (BJP) ছাড়াও হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে (Himachal Pradesh Assembly Election 2022) নাম লেখাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (Aam Aadmi Party)। তাদের প্রচারের ঢক্কানিনাদের সামনে কংগ্রেসের (Congress) প্রচারকার্যে ততটা জৌলুস নেই। তাই বলে থেমে থাকছে না হিমাচল প্রদেশ কংগ্রেস। বিধানসভা নির্বাচনে এ বার প্রথম প্রার্থিতালিকা প্রকাশ করল তারা।
হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থিতালিকা প্রকাশ করল কংগ্রেস
এই তালিকায় নাম রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের ছেলে বিক্রমাদিত্য সিংহ। কংগ্রেস পরিষদীয় দলের নেতা মুকেশ অগ্নিহোত্রী এবং প্রচারকার্যের নেতৃত্বে থাকা সুখবিকন্দর সিংহ সুখুও প্রার্থিতালিকায় রয়েছেন। তাতে মোট ৪৬ জন প্রার্থীর নাম রয়েছে। এর মধ্যে হারোলি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে মুকুলকে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশা কুমারী ডালহৌসি আসন থেকে লড়ছেন। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সখবিন্দর লড়ছেন নদায়ুঁ থেকে। কুলদীপ সিংহ রাঠৌর দাঁড়িয়েছেন থিয়োগ আসনে।
Congress releases the first list of 46 candidates for the Himachal Pradesh Assembly elections, which are to be held on November 12th. pic.twitter.com/O6ssJYyiEV
— ANI (@ANI) October 18, 2022
আরও পড়ুন: Himachal Pradesh Election 2022: গুজরাতকে গুরুত্ব দিতে গিয়েই কাল হল! আশা জাগিয়েও হিমাচলে ব্যাকফুটে আপ
বীরভদ্রের ছেলে বিক্রমাদিত্য়কে শিমলা গ্রামীণ কেন্দ্রে প্রার্থী করেছে কংগ্রেস। তবে প্রথম প্রার্থিতালিকায় নাম নেই প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা সিংহের। তিনি বীরভদ্রের স্ত্রী। বর্তমানে মান্ডির বিধায়ক। এই মুহূর্তে রাজ্য বিধানসভায় যত বিধায়ক রয়েছেন, তাঁদের সকলকেই টিকিট দিয়েছে কংগ্রেস। প্রাক্তন বিজেপি নেতা দয়াল প্যায়ারি কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁকে পাছাড়, তফসিলি জাতি সংরক্ষিত আসনটিতে প্রার্থী করা হয়েছে।
কর্নেল ধনীরাম শান্ডিল কংগ্রেসের টিকিটে ভোটে লড়বেন সোলান আসন থেকে। হর্ষবর্ধন সিংহ চৌহান শিল্লাই থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি কৌল সিংহ ঠাকুর দারং থেকে ভোটে দাঁড়াচ্ছেন।
আগামী ১২ নভেম্বর বিধানসভা নির্বাচন হিমাচল প্রদেশে
আগামী ১২ নভেম্বর হিমাচল প্রদেশের ৬৮টি বিধানসভা আসনে নির্বাচন। একদফাতেই ভোটগ্রহণ সম্পন্ন হবে সেখানে। ভোটগণনা হবে আগামী ৮ ডিসেম্বর। এই মুহূর্তে রাজ্য বিধানসভায় বিজেপি-র সদস্যসংখ্যা ৪৩। ২২ জন বিধায়ক রয়েছে কংগ্রেসের। দুই নির্দল এবং সিপিআই-এর একজন বিধায়ক রয়েছেন। এ বারে হিমাচলে নির্বাচনী লড়াইয়ে পা রাখছে আপ। তাদের সমর্থন করবে সিপিআই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)