Kolkata Brigade Rally: এমন তাপ বাড়াব, তৃণমূল জল হবে, বিজেপি বাষ্প হয়ে উড়ে যাবে: সেলিম
SSC নিয়োগে দুর্নীতি হবে না, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাম-কংগ্রেস জোটের সমাবেশ থেকে থেকে বার্তা সিপিএম নেতা মহম্মদ সেলিমের
![Kolkata Brigade Rally: এমন তাপ বাড়াব, তৃণমূল জল হবে, বিজেপি বাষ্প হয়ে উড়ে যাবে: সেলিম Left Congress Kolkata Brigade Rally WB Election 2021 Md Selim on SSC exam of teacher appointment Kolkata Brigade Rally: এমন তাপ বাড়াব, তৃণমূল জল হবে, বিজেপি বাষ্প হয়ে উড়ে যাবে: সেলিম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/28/5300853c7d6910c765e1feaca0bdb762_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: SSC নিয়োগে দুর্নীতি হবে না, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাম-কংগ্রেস জোটের সমাবেশ থেকে থেকে বার্তা সিপিএম নেতা মহম্মদ সেলিমের। বললেন, প্রতি বছরই শিক্ষক নিয়োগ হবে।
ব্রিগেডের সভা থেকে বিজেপি ও তৃণমূলকে একযোগে আক্রমণ সিপিএম নেতা মহম্মদ সেলিমের। 'খেলা হবে' স্লোগানকে কটাক্ষ করে তিনি বিঁধলেন বিজেপিকে। গুজরাতের আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের নাম বদল নিয়ে বিজেপিকে নিশানা করলেন তিনি। বললেন, ‘কেউ কেউ বলল খেলা হবে, মোদিজি স্টেডিয়াম দখল করলেন।’
ভিড়ে ঠাসা ব্রিগেডে দলের কর্মীসমর্থকদের উচ্ছ্বাসকে কুর্ণিশ করে সেলিম বললেন, ‘বসন্ত এসে গেছে, লাল ফুল ফোটা কেউ আটকাতে পারবে না।’
সম্প্রতি বাম ছাত্র যুবদের নবান্ন অভিযানে পুলিশের লাঠিতে অসুস্থ হয়েছিলেন যুব নেতা মইদুল ইসলাম মিদ্যা। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মইদুল ও দলের ছাত্র নেতা সুদীপ্ত ঘোষের মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে সেলিম বলেন, ১০ বছরে ২৫০ কমরেড খুন হয়েছেন।
সেলিম বলেছেন, বাম কর্মী-নেতাদের ব্রিগেডে আসতে গেলে বিজেপির চার্টার্ড প্লেন লাগে না।তিনি বলেন, আমরা এখানে খেলা করতে আসিনি, এবার দিদিমণিকে মাঠ থেকে নকআউট করতে হবে।
সেলিম বলেছেন, বামেরা শিল্পের জন্য কাজ করে। আর বিজেপি শিল্প বিক্রির জন্য।
একের পর রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণ নিয়ে তোপ দেগে সেলিম বলেছেন, ‘বিজেপি খুঁজছে কী কী বিক্রি করা যায়।’
তৃণমূল থেকে বিজেপিতে একাধিক নেতার দলবদল নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তিনি। বলেছেন, ‘একদিকে দলবদলের লড়াই, এখানে দিনবদলের লড়াই।’
বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে সেলিম বলেছেন, ‘যাঁরা দেশজুড়ে অন্যায় করছে, তাঁরাই বাংলায় এসে দিদির কল্যাণে বলছে অন্যায় রুখে দেব। যে চিটফান্ডের টাকা লুঠ করেছে, সেই মোদির পাশে বসে বলছে চিটফান্ডের অপরাধীকে গ্রেফতার করব।’
সেলিম শ্রমজীবী ক্যান্টিনের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, ‘লকডাউনের সময় আমরা ২০-২০ খেলেছি, ওরা এখন বলছে খেলা হবে। ভোট আসলেই বলছেন সব করে দেব। ভোটের সময় কাজী, কাজ ফুরোলেই কিষেণজি’।
সেলিমের অভিযোগ, বিজেপি ও তৃণমূল সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে।
তিনি বলেছেন, ‘সেইজন্যই ওরা জেএনইউ-এ হামলা করেছিল। এখানে দিদির লুঠ, ওখানে মোদির লুঠ।
লুঠেরা কখনও লুঠেরাকে ধরে না। যাঁরা তৃণমূলে লুঠ করেছে, তাঁরাই বিজেপিতে নাম লিখিয়েছে।
সেলিম বলেছেন, মোদি-শাহর পাঠশালা থেকেই বিভাজন শিখেছেন মমতা। যে চিটফান্ডের টাকা লুঠ করেছিল, সেই তৃণমূল থেকে বিজেপিতে গেছে। যারা টাকা নিয়েছে তাদের সম্পত্তি নিলাম করে চিটফান্ডের টাকা ফেরত দেব।
তিনি বলেছেন, বামেরা সরকারে ফিরলে, বছর বছর এসএসসি-তে নিয়োগ হবে, নিয়মিত চাকরি হবে।
পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘পুলিশ উর্দির সম্মান রেখে কাজ করুন।
বুথ থেকে ভূত তাড়াতে হবে’
সেলিম বলেছেন, ‘যত তাপ বাড়ছে আইসক্রিমের মতো তৃণমূল গলে যাচ্ছে।এমন তাপ বাড়াব, তৃণমূল জল হবে, বিজেপি বাষ্প হয়ে উড়ে যাবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)