দূরবীন পরিষ্কার করে আজকের জমায়েত দেখুন, তোপ বিমানের
আজ রবিবার ছিল বাম-কংগ্রেসের প্রথম ব্রিগেড। সেই ব্রিগেডেই ছক ভেঙে তরুণ ব্রিগেডকে সামনে আনল সিপিএম। বিমান বসু নিজের বক্তব্য রাখার পর সঞ্চালনার দায়িত্ব তুলে দেন বাদশা মৈত্রের হাতে।
![দূরবীন পরিষ্কার করে আজকের জমায়েত দেখুন, তোপ বিমানের Left Congress Kolkata Brigade Rally WB Election 2021 reaction of biman basu দূরবীন পরিষ্কার করে আজকের জমায়েত দেখুন, তোপ বিমানের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/28/e77ec91dfe1a46c9aeb369cddf9c138e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: যাঁরা বলেন বামেদের দূরবিন দিয়ে দেখতে হয়, তাঁরা সমাবেশের খবর নিন, দূরবীন পরিষ্কার করে আজকের জমায়েত দেখুন। নাম না করে ব্রিগেডের মঞ্চ থেকে কটাক্ষ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিন সমাবেশ থেকে দাঁড়িয়ে বিমান বসু বলেন,এই সমাবেশে সিপিএম সহ বাম সহযোগী দল আছে, পাশাপাশি কংগ্রেস, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও আছে। আজকের মতো সমাবেশ অতীতে কেউ দেখেননি।
এদিন বিমান বসু বলেন, "রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির তরজা চলছে, রাজ্যের মানুষের মন বিষিয়ে দেওয়া হচ্ছে। গণতন্ত্র হত্যা হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে।" তিনি বলেন, "বামপন্থীরা, জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মিলিতভাবে রাজ্যের পরিবেশ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করছে। এই সমাবেশের পর একদিকে বিজেপি, তৃণমূল। আরেকদিকে থাকব আমরা সবাই। বর্ষীয়ান বাম নেতার কথায়, আজকের ব্রিগেড সমাবেশ অভূতপূর্ব। একবার দূতের মাধ্য়মে জেনে নিন এখনই কত মানুষ এসেছেন আর কত মানুষ আসবেন।"
আজ রবিবার ছিল বাম-কংগ্রেসের প্রথম ব্রিগেড। সেই ব্রিগেডেই ছক ভেঙে তরুণ ব্রিগেডকে সামনে আনল সিপিএম। বিমান বসু নিজের বক্তব্য রাখার পর সঞ্চালনার দায়িত্ব তুলে দেন বাদশা মৈত্রের হাতে। বিমান বসু বলেন, এরপরের ঘোষণাগুলি করবেন বাদশা মৈত্র। এইভাবেই প্রবীণের হাত থেকে নবীনের হাতে তুলে দেওয়া হল দায়িত্ব।
বিধানসভা ভোটের মুখে বিজেপি কিংবা তৃণমূলের অনেক আগে প্রথম ব্রিগেড সমাবেশের ডাক দিয়ে, বাম-কংগ্রেস-আইএসএফ যে ঝুঁকি নিয়েছিল, এদিনের জমায়েতের পর, সেই ঝুঁকিই, তাদের ডিভিডেন্ট দেবে বলে মনে করছেন সংযুক্ত মোর্চা নেতৃত্ব। আর সেই আশার কথা শোনা গেল অধীর চৌধুরী থেকে আব্বাস সিদ্দিকিদের গলায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)