মোদির সভার আগেই অরুণাচলে বিজেপি প্রার্থীর ছেলে ও প্রাক্তন বিধায়কের থেকে বাজেয়াপ্ত ১ কোটি ৮০ লক্ষ টাকা

ইটানগর: বুধবার পাসিঘাটে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেসকে। দেশাত্মবোধের কথা শুনিয়ে বিঁধেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকেও। এই সভার রেশ শেষ হতে না হতেই সামনে এল বিজেপি প্রার্থীর ছেলে ও প্রাক্তন বিধায়কের কাছ থেকে বিরাট অঙ্কের টাকা বাজেয়াপ্ত হওয়ার ঘটনা। মঙ্গলবার রাতে পাসিঘাট টাউনে ১ কোটি ৮০ লক্ষ টাকা নিয়ে ধরা পড়েছেন মেবো লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর ছেলে ক্রিস্টোফার পার্মে ও প্রাক্তন এনসিপি বিধায়ক আর বোরাঙ। দুটি পৃথক গাড়ি থেকে এই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলেই সূত্রের খবর। আয়কর দফতরের আধিকারিকরা যখন অপারেশনে নেমেছিলেন, তখন একটি গেস্ট হাউসে ছিলেন ক্রিস্টোফার ও বোরাঙ।
কংগ্রেসের দাবি, দুটি গাড়ির মধ্যে একটি অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর কনভয়ের অন্তর্গত। যদিও এই দাবি উড়িয়ে নির্বাচনী দায়িত্বে থাকা অতিরিক্ত অফিসার কানকি দারঙ জানিয়েছেন গাড়িটি রাজ্যের পরিবহন দফতরের সচিবের নামে নথিভুক্ত রয়েছে।
তিনি আরও জানান, ওই সরকারি গাড়ি থেকেই ১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এবং বাকি ৮০ লাখ টাকা পাওয়া গিয়েছে প্রাক্তন এনসিপি বিধায়ক আর বোরাঙের ব্যক্তিগত গাড়ি থেকে। কানকি দারঙের দাবি, অরুণাচলে এর আগে একসঙ্গে এত টাকা বাজেয়াপ্ত হয়নি।
মেবো লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দাঙ্গি পার্মের ছেলে ক্রিস্টোফার জানিয়েছেন, তিনি গয়না বিক্রি করে টাকা জোগাড় করেছেন। তাঁকে তাঁর আত্মীয়রাও টাকা দিয়েছেন বলে দাবি করেছেন তিনি। ক্রিস্টোফার আয়কর দফতরের অফিসারদের জানিয়েছেন, বাড়ির জন্যই এত টাকা জোগাড় করেছিলেন তিনি। তবে কংগ্রেস অভিযোগ করেছে, ওই টাকা আসলে ভোটের কাজে ব্যবহার করার জন্যই সংগ্রহ করা হয়েছিল। আরও এক ধাপ এগিয়ে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগও করেছে তারা। কংগ্রেস এই বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনবে এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাবে বলেও পিটিআই সূত্রে খবর।





















