২৮ দিনে ৮০ সভা, গলা চিরে রক্তারক্তি সিধুর, চলছে ইনজেকশন, স্টেরয়েড
গলা সারিয়েই ১৪ মে তিনি আবার প্রচারে সামিল হবেন, এমনই খবর সূত্রের।
চণ্ডিগড়: টানা সভা করে গলা চিরেছে নভজ্যোত সিংহ সিধুর। ৪৮ ঘণ্টা বন্ধ প্রচার। চলছে ইনজেকশন, স্টেরয়েড। ২ দিন কংগ্রেসের তারকা বক্তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা।
সিধুর অফিস থেকে জানানো হয়েছে, “টানা বক্তৃতা করার জন্য ভোকাল কর্ডে ক্ষত তৈরি হয়েছে। অনেক সময়ই রক্ত পর্যন্ত বেরিয়ে আসছে।” রবিবার পঞ্জাব সরকারের উপ মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন সাংসদ সিধু ডাক্তার দেখিয়েছেন। ডাক্তাররা তাঁকে ২টি উপায়ের কথা জানান। এক, তিনি একটি মলম ব্যাবহার করতে পারেন, সেক্ষেত্রে ৪ দিন পর্যন্ত তাঁকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। কোনও সভাই তিনি করতে পারবেন না। দুই, ইনজেকশন এবং স্টেরয়েড ব্যবহার করে ক্ষত সারানো যেতে পারে। সেক্ষেত্রে ২ দিনেই গলা ঠিক হয়ে যাবে। নভজ্যোত সিংহ সিধু ভোটের কথা মাথায় রেখেই ইনজেকশন ও স্টেরয়েড নিচ্ছেন। গলা সারিয়েই ১৪ মে তিনি আবার প্রচারে সামিল হবেন, এমনই খবর সূত্রের।
মঙ্গলবার বিহারের পাটনা সাহিবে সভা করার কথা তাঁর। প্রাক্তন বিজেপি সাংসদ তথা পটনা সাহিব থেকে কংগ্রেসের টিকিটে প্রার্থী হওয়া শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচার করবেন তিনি। পরের দিন পন্টা সাহিব ও বিলাসপুরে সভা করবেন সিধু। এরপর তিনি চলে যাবেন হিমাচল প্রদেশে। ১৫ মে হিমাচলে সভা সেরে ১৬ ও ১৭ তারিখে মধ্যপ্রদেশে সভা করবেন কংগ্রেসের এই তারকা বক্তা।