আসন্ন নির্বাচনে রাজ্যে ত়ৃণমূলের পাঁচটি ছিনিয়ে বিজেপির আসন বেড়ে হতে পারে ৮, ইঙ্গিত নিয়েলসেন জনমত সমীক্ষায়
কলকাতা: লোকসভা নির্বাচনী দামামা বেজে গিয়েছে। ভোট-যুদ্ধ শিয়রে। সব দলই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসন কার দখলে যাবে, সম্ভাব্য ফলাফল জানতে জনমত সমীক্ষার মাধ্যমে একটা আভাস পাওয়ার চেষ্টা করেছে এবিপি আনন্দ।
‘দ্য নিয়েলসেন’-এর জনমত সমীক্ষা অনুযায়ী, আসন্ন লোকসভা নির্বাচনে এবার ৮টি আসনে জিততে পারে বিজেপি। অর্থাৎ, মোট ৬টি আসন লাভ করতে চলেছে কেন্দ্রের শাসক দল। সেখানে গত ২০১৪ লোসকভা নির্বাচনে মধ্যে মাত্র ২টি আসনে জয়ী বয়েছিল গেরুয়া শিবির। অর্থাৎ, মোট ৬টি আসন লাভ করতে চলেছে কেন্দ্রের শাসক দল। শতাংশের বিচার করলে, বিজেপির এই লাভ একেবারে ৪০০ শতাংশ।
এক নজরে দেখে নেওয়া যাক ‘দ্য নিয়েলসেন’-এর করা সেই জনমত সমীক্ষায়ে কোন আসন জিততে পারে বলে ইঙ্গিত মিলেছে--
২০১৪ সালের নির্বাচনে বিজেপি দখলে রেখেছিল দার্জিলিং ও আসানসোল আসনটি। ‘দ্য নিয়েলসেন’-এর সমীক্ষা অনুযায়ী, এবারও এই দুই আসন নিজেদের দখলে রাখার সম্ভাবনা প্রবল।
নিয়েলসেনের সমীক্ষা অনুযায়ী, এছাড়াও, আরও ৬টি আসন ছিনিয়ে নিতে পারে বিজেপি। সেগুলি হল। আলিপুরদুয়ার (বর্তমানে তৃণমূলের দখলে), রায়গঞ্জ (বর্তমানে বামেদের দখলে), বালুরঘাট (বর্তমানে তৃণমূলের দখলে), কৃষ্ণনগর (বর্তমানে তৃণমূলের দখলে), বনগাঁ (বর্তমানে তৃণমূলের দখলে), ব্যারাকপুর (বর্তমানে তৃণমূলের দখলে)।
শুধু আসন সংখ্যার নিরিখে নয়, ভোট শতাংশের হারেও লাভবান হতে পারে বিজেপি বলে ইঙ্গিত মিলেছে সমীক্ষায়। ২০১৪ সালে বিজেপি পেয়েছিল ১৭.৪ শতাংশ ভোট। ‘দ্য নিয়েলসেন’-এর জনমত সমীক্ষা অনুযায়ী, আসন্ন নির্বাচনে বিজেপি পেতে পারে ২৬ শতাংশ ভোট। অর্থাৎ, রাজ্যের প্রধান বিরোধী দলের ভোট প্রায় ৮.৫ শতাংশ বেশ বৃদ্ধি পেতে পারে। সংখ্যার বিচারে এই শতাংশ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।