কংগ্রেসের জন্যই পাকিস্তানের জন্ম হয়েছে, লাতুরে আক্রমণ মোদির
মোদি বলেন, কংগ্রেস ও পাকিস্তানের একই ইচ্ছা। যে ভাষা পাকিস্তান বলছে, কংগ্রেসের ইস্তাহারেও সেই ভাষা।
লাতুর (মহারাষ্ট্র): পাকিস্তানের তৈরি হওয়ার জন্য কংগ্রেসকে দায়ী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার, মহারাষ্ট্রের লাতুরে নির্বাচনী জনসভায় প্রথমবারের ভোটারদের উদ্দেশ্যে তিনি আহ্বান করেন, বালাকোটে অভিযান চালিয়েছেন যাঁরা, প্রথম ভোট তাঁদের উৎসর্গ করতে। মোদি বলেন, ১৯৪৭-এ কংগ্রেসের জন্যই দেশভাগ হয়েছিল। প্রাক-স্বাধীনতার সময় কংগ্রেস নেতৃত্ব বিবেচক হলে আজ পাকিস্তানের জন্ম হত না। মোদির দাবি, কংগ্রেসের ইস্তাহারে পাকিস্তানের ভাষা রয়েছে। বলেন, কংগ্রেস ও পাকিস্তানের একই ইচ্ছা। যে ভাষা পাকিস্তান বলছে, কংগ্রেসের ইস্তাহারেও সেই ভাষা। কংগ্রেস ইস্তাহারে দেশদ্রোহী আইন লোপ করতে চাইছে। আয়নায় নিজেদের মুখ দেখুক কংগ্রেস নেতারা। কংগ্রেস ও তার সঙ্গীদের জন্যেই দেশের সুরক্ষার আজ এই অবস্থা। সেনার রক্ষাকবচ কেড়ে নিতে চাইছে কংগ্রেস। জঙ্গিদের উন্মুক্ত ময়দান তৈরি করে দিতে চাইছে কংগ্রেস। এই রাজনৈতিক দলকে ভোট দেওয়া উচিত? প্রশ্ন প্রধানমন্ত্রীর। মোদি আরও বলেন, এখন কংগ্রেসের জোটসঙ্গী দেশে দু’জন প্রধানমন্ত্রী চাইছে। কংগ্রেসের কাছে দেশ আর কিছু প্রত্যাশা করে না। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনা চায় কংগ্রেস। দেশে কর্মসংস্থান তৈরিতে বিজেপি সরকার উল্লেখযোগ্য কাজ করেছে। একইসঙ্গে, প্রথম ভোটারদের উদ্দেশ্যে আবেদন করে মোদি বলেন, সেনাকে শ্রদ্ধা জানাতে জীবনের প্রথম ভোট দিন।