হিমাচলে বিজেপি সরকারের মন্ত্রীর ছেলে কংগ্রেসে, ‘ঘরওয়াপসি’ প্রাক্তন টেলিকম মন্ত্রীরও
সিমলা: ভোটের আগে হিমাচল প্রদেশে নিজের শক্তি বৃদ্ধি করল কংগ্রেস। ‘ঘরে’ ফিরলেন প্রাক্তন টেলিকম মন্ত্রী সুখরাম। আর তাঁর হত ধরেই কংগ্রেসে যোগ দিল হিমাচল প্রদেশের বিজেপি সরকারের মন্ত্রী অনিল শর্মার ছেলে আশ্রয়। প্রসঙ্গত, অতীতে হিমাচলের বীরভদ্র সিংহ পরিচালিত কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন অনিল। ২০১২ থকে ২০১৭ পর্যন্ত দায়িত্ব সামলেছেন। পরে দল বদল করে বিজেপিতে যোগ দেন। এবং জিতে পুনরায় মন্ত্রী হন তিনি। এখন মুখ্যমন্ত্রী জয় রামের মন্ত্রিসভার মন্ত্রী তিনি।
পিটিআই সূত্রের খবর, অনিল পুত্র আশ্রয় লোকসভা ভোটে টিকিট না পেয়েই দল ছেড়েছেন। মান্ডি লোকসভা থেকে বিজেপির টিকিটে লড়তে চেয়েছিলেন আশ্রয়। কিন্তু, বিজেপি ওই আসনে জয়ী সাংসদ রামস্বরূপ শর্মাকেই টিকিট দেওয়ায় দলের উপর খাপ্পা হন আশ্রয়। পরে তিনি দাদু সুখরামের হাত ধরে কংগ্রেসে যোগদানের কথা ভাবেন। সেই মতো সোমবারই হিমাচলের এই দুই নেতা রাহুল গাঁধীর সঙ্গে কথা বলে কংগ্রেসে যোগ দেন। ওয়াকিবহাল মহলের মতে সদ্য দলে আসা আশ্রয়কেই মান্ডি লোকসভা কেন্দ্র প্রার্থী করতে পারে কংগ্রেস।