সম্পত্তি ১৪৭ কোটি, দিল্লির সবথেকে ধনী ভোট প্রার্থী গৌতম গম্ভীর
স্থাবর ও অস্থাবর, সব মিলিয়ে গৌতির সম্পত্তির পরিমাম ১৪৭ কোটি টাকা। ২০১৭-১৮ বর্ষেই তিনি ১২ কোটি ৪০ লাখ টাকা আয়কর জমা করেছেন। আর তাঁর স্ত্রী নাতাশা ওই আর্থিক বর্ষেই ৬ লাখ ১৫ হাজার টাকা আয়কর জমা দিয়েছেন।

নয়াদিল্লি: দিল্লির সবথেকে ধনী ভোট প্রার্থী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। স্থাবর ও অস্থাবর, সব মিলিয়ে গৌতির সম্পত্তির পরিমাম ১৪৭ কোটি টাকা। ২০১৭-১৮ বর্ষেই তিনি ১২ কোটি ৪০ লাখ টাকা আয়কর জমা করেছেন। আর তাঁর স্ত্রী নাতাশা ওই আর্থিক বর্ষেই ৬ লাখ ১৫ হাজার টাকা আয়কর জমা দিয়েছেন। সম্প্রতি রাজধানীর উত্তর দিল্লি আসন থেকে মনোনয়ন জমা দেওয়ার সময় এই তথ্য পেশ করেছেন তিনি।
গৌতির সম্পত্তির নিরিখে দিল্লির আর কোনও ভোট প্রার্থীই তাঁর ধারেকাছে নেই। দিল্লির বিজেপি সভাপতি তথা সাসংদ মনোজ তিওয়ারি কিংবা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিতই হন, তাঁরা প্রত্যেকেই সম্পত্তির নিরিখে গৌতির থেকে শতযোজন দূরে।
বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি তাঁর এফিডেভিটে জানিয়েছেন, তিনি ২৪ কোটি টাকার মালিক। ২০১৭-১৮ আর্থিক বর্ষে তিনি প্রায় ৫০ লাখ টাকার কাছাকাছি আয়কর জমা দিয়েছেন। উত্তর-পূর্ব দিল্লির কংগ্রেস প্রার্থী শীলা দীক্ষিত তাঁর এফিডেভিটে জানিয়েছেন, তিনি সর্বমোট ৪ কোটি ৯২ লাখ টাকার মালিক। তার মধ্যে নিজামুদ্দিনে যে বিলাসবহুল এপার্টমেন্টে তিনি থাকেন, তার দাম-ই ১ কোটি ৮৮ লাখ টাকা।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গৌতম গম্ভীর। আর চলতি বছরের মার্চে তিনি বিজেপি-তে যোগ দিয়েছেন। ২২ মার্চ দিল্লিতে বিজেপির সদর দফতরে তাঁকে দলের সদস্যপদ তুলে দেন অরুণ জেটলি। তারপরই জল্পনা শুরু হয়, তাহলে কি এবার নির্বাচনী ময়দানেও ব্যাট করবেন গৌতি? সেই জল্পনাই সত্যি হল সোমবার। এবারের নির্বাচনে উত্তর দিল্লি আসন থেকে গৌতম গম্ভীরকে প্রার্থী করেছে বিজেপি। ওই কেন্দ্রে তাঁর লড়াই হবে কংগ্রেস ও আম আদমি পার্টির বিরুদ্ধে।





















