এক্সপ্লোর
ওড়িশার কান্ধামালে ভোটের আগে মাওবাদীদের গুলিতে নিহত মহিলা পোলিং অফিসার
ডিজিপি বি কে শর্মা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, একটি জঙ্গলের পাশ দিয়ে ভোটকর্মীদের গাড়ি যাওয়ার সময় রাস্তায় সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে গাড়ি থেকে নামেন সংযুক্তা। তখনই তাঁকে গুলি করে সন্দেহভাজন মাওবাদীরা।

ফুলবনি(ওড়িশা): মাওবাদী সন্ত্রাসের বলি মহিলা পোলিং অফিসার। বুধবার ওড়িশার কান্ধামালে সন্দেহভাজন মাওবাদীদের বুলেটে প্রাণ দিলেন সংযুক্তা দিগল নামে ওই সেক্টর অফিসার। পুলিশ সূত্রে বলা হয়েছে, আগামীকাল দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে ভোটকর্মীদের একটি বুথে নিয়ে যাচ্ছিলেন তিনি। তখনই তাঁদের ওপর হামলা হয়। ডিজিপি বি কে শর্মা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, একটি জঙ্গলের পাশ দিয়ে ভোটকর্মীদের গাড়ি যাওয়ার সময় রাস্তায় সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে গাড়ি থেকে নামেন সংযুক্তা। তখনই তাঁকে গুলি করে সন্দেহভাজন মাওবাদীরা। অন্য ভোটকর্মীরা গাড়িতেই ছিলেন। তাঁরা রক্ষা পেয়েছেন। কান্ধামাল লোকসভা কেন্দ্রের ফুলবনি বিধানসভা কেন্দ্রের আওতায় এই আক্রমণ হয়েছে। কাল সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা সেখানে।
নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















