এক্সপ্লোর
Advertisement
আপনাদের সেবার দায়িত্ব দিয়েছি, না পারলে ওকে তিরস্কার করুন, জামাকাপড় ছিঁড়ে দিন! ছেলে নকুলের হয়ে প্রচারে কমলনাথ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিটি ভারতবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা নিশ্চিত করা, কালো টাকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, নোট বাতিলের সিদ্ধান্তকে স্রেফ গিমিক, জালিয়াতি বলে কটাক্ষ করেন তিনি। বলেন, মোদী, চৌহান চিত্কার করছেন, আমরা এই করেছি, ওই করেছি, কিন্তু আমায় বলুন, ওঁরা আপনাদের জন্য কিছু করেছেন কি!
ধানোরা (ছিন্দওয়ারা): ছেলের হয়ে ভোটপ্রচারে কমলনাথ। তাঁর নিজের এতদিনের কেন্দ্র ছিন্দওয়ারায় এবার কংগ্রেস প্রার্থী ছেলে নকুল। এই প্রথম ভোটের ময়দানে নামা ছেলের হয়ে প্রচারে এলাকার সঙ্গে নিজের ৪০ বছরের সম্পর্কের উল্লেখ করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, ছিন্দওয়ারার জনগণের সেবা করার ভার এবার ছেলেকে দিয়েছেন, যাতে সে মধ্যপ্রদেশের জন্য কাজ করতে পারে।
কমলনাথ বলেছেন, আপনারা যে ভালবাসা, শক্তি দিয়েছেন, তার জোরেই আজ আমি এখানে। নকুল আজ এখানে নেই। কিন্তু ও আপনাদের সেবা করবে। ওকে দায়িত্ব দিয়েছি। ও সেটা করতে না পারলে ওকে তিরস্কার করুন, জামাকাপড় ছিঁড়ে দিন!
ছিন্দওয়ারা থেকে প্রায় ৬৫ কিমি দূরে অমরওয়াড়া বিধানসভা কেন্দ্রের অধীন গ্রামে ৭২ বছরের কমলনাথ বলেন, নতুন যাত্রা শুরু করব, ইতিহাস গড়ব আমরা। ছিন্দওয়ারার ৯ বারের সাংসদ তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিটি ভারতবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা নিশ্চিত করা, কালো টাকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, নোট বাতিলের সিদ্ধান্তকে স্রেফ গিমিক, জালিয়াতি বলে কটাক্ষ করেন তিনি। বলেন, মোদী, চৌহান চিত্কার করছেন, আমরা এই করেছি, ওই করেছি, কিন্তু আমায় বলুন, ওঁরা আপনাদের জন্য কিছু করেছেন কি! আমি মোদিজিকে বলতে চাই, সাধারণ মানুষের জীবনে অচ্ছে দিন আসেনি, এবার ওনার দিনই ঘনিয়ে আসছে। মোদি সমাজের প্রতিটি অংশকে ‘হেনস্থা করেছেন’, বিজেপি সরকারের তদারকিতে মধ্যপ্রদেশের চাষিদের গুলি করা হয়েছে, ওদের জীবন-জীবিকাতেও আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন কমলনাথ। রাজ্যের আগের বিজেপি সরকারকে আক্রমণ করে ওরা ‘চাষির পেটে লাথি মেরেছে, বুকে বন্দুক ঠেকিয়েছে’ বলেও দাবি করেন তিনি।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement