এক্সপ্লোর
Advertisement
এবারের লোকসভা ভোট ভগবান কৃষ্ণ-কংস, রাম-রাবণ, গডসে আর গাঁধীর লড়াই! আমদাবাদে সিধু, মোদিকে ‘চোর’ বলে বিতর্কে নামার চ্যালেঞ্জ, ওর রিমোট ইমরানের হাতে, পাল্টা কটাক্ষ হরিয়ানার মন্ত্রীর
মোদিকে দেশে বিভাজন ঘটানোয় অভিযুক্ত করে পঞ্জাবের মন্ত্রী সিধু বলেন, আমাদের সংবিধান বলছে, জাতপাত, ধর্ম, বর্ণের ভিত্তিতে কোনও বৈষম্য চলবে না। এও বলা আছে, কিন্তু আপনি দেশ ভাঙার চেষ্টা করছেন। তারপরও নিজেকে জাতীয়তাবাদী বলছেন! এ কী ধরনের জাতীয়তাবাদ?
ন্ডীগড়: বিহারের কাটিহারের সংখ্যাগরিষ্ঠ মুসলিম ভোটারদের উদ্দেশ্যে একজোট হয়ে ভোট দিয়ে নরেন্দ্র মোদিকে হারানোর আহ্বান জানিয়ে বিতর্কে নভজ্যোত সিংহ সিধু। মডেল নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সিধু অবশ্য এতে দমার পাত্র নন। বুধবার আমদাবাদে তিনি বলেন, এবারের লোকসভা ভোট ভগবান কৃষ্ণ আর কংস, রাম আর রাবণ ও গডসে আর গাঁধীর লড়াই! আমদাবাদের ঢোলকায় কংগ্রেসের নির্বাচনী জনসভায় তিনি রাফাল যুদ্ধবিমান ডিল, বেকারি, কৃষক সমস্যার ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন, তাঁর সঙ্গে সাহস থাকলে বিতর্কে নামতেও চ্যালেঞ্জ করেন। তাঁর উদ্দেশ্যে সিধু বলেন, চিন সমুদ্রগর্ভে রেললাইন বসাচ্ছে। আমেরিকা মঙ্গলে প্রাণের সন্ধান করছে। রাশিয়া রোবট বাহিনী তৈরির চেষ্টা করছে। ভারত কী করছে? আমরা একজনকে ‘চৌকিদার’ বানাচ্ছি যিনি আসলে একটা ‘চোর’। আমি বলছি, আপনি সত্যই চোর। আপনার মুখে সবসময় জাতীয়তাবাদ। তবে শুনুন মিঃ মোদি, এই নির্বাচনটা ভগবান কৃষ্ণ আর কংসের, রাম ও রাবণের, গডসে আর গাঁধীর লড়াই।
মোদিকে দেশে বিভাজন ঘটানোয় অভিযুক্ত করে পঞ্জাবের মন্ত্রী সিধু বলেন, আমাদের সংবিধান বলছে, জাতপাত, ধর্ম, বর্ণের ভিত্তিতে কোনও বৈষম্য চলবে না। এও বলা আছে, কিন্তু আপনি দেশ ভাঙার চেষ্টা করছেন। তারপরও নিজেকে জাতীয়তাবাদী বলছেন! এ কী ধরনের জাতীয়তাবাদ? মন্দির-মসজিদের বদলে আমাদের কর্মসংস্থান, কৃষকদের সমস্যা, গরিব মানুষের কথা বলা উচিত। আপনি কি এসব নিয়ে কথা বলেন? আপনি এইসব মূল ইস্যু থেকে মানুষের নজর ঘোরাচ্ছেন। সবসময় মিথ্যা বলেন আপনি। আপনাকে চ্যালেঞ্জ, এসব নিয়ে আমার সঙ্গে বিতর্কে নামুন।
রাফাল নিয়েও মোদিকে কটাক্ষ করে সিধুর তির্যক মন্তব্য, উনি ২০১৪-য় ‘গঙ্গা কা লাল’ হিসাবে ক্ষমতায় এলেও তাঁকে ‘রাফালের দালাল’ পরিচয়ে ক্ষমতা ছাড়তে হবে।
পাল্টা সিধুকে কটাক্ষ করে হরিয়ানার বিজেপি সরকারের মন্ত্রী অনিল ভিজ বলেছেন, সিধু একটা দিশাহীন ক্ষেপণাস্ত্র, যাকে বশে রাখা দরকার। সিধুকে রিমোট কন্ট্রোলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চালাচ্ছেন, তিনি যেমন চালান, সিধু তেমনই চলেন বলে কটাক্ষ করেন ভিজ। বলেন, এমন লোকের ভারত ছেড়ে পাকিস্তানেই চলে যাওয়া উচিত। ভোটের জন্য সিধু হিন্দু, মুসলিম বিভেদ ঘটাতে চান বলে অভিযোগ করেন তিনি।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement