কোন দেশের প্রধানমন্ত্রী রাজধানীর মুখ্যমন্ত্রীর ওপর হামলা করান? মোদিকে প্রশ্ন কেজরিবালের
নরেন্দ্র মোদি ‘ভুয়ো জাতীয়তাবাদী’। অরবিন্দ কেজরিবালের প্রশ্ন, যে প্রধানমন্ত্রী একজন মুখ্যমন্ত্রীরই নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেন না, তিনি কীভাবে নিজেকে জাতীয়তাবাদী হিসেবে দাবি করেন?
নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালের ওপর হামলা। শনিবার নয়াদিল্লি লোকসভা কেন্দ্রে প্রচারে বেরিয়ে আক্রান্ত হন তিনি। সোমবার সাংবাদিক বৈঠক ডেকে সেই দায় বিজেপির ওপরই চাপালেন আম আদমি পার্টির জাতীয় কনভেনর অরবিন্দ কেজরিবাল। দিল্লির মুখ্যমন্ত্রী সরাসরি নিশানা করলেন প্রধানমন্ত্রীকেও। অরবিন্দ কেজরিবালের প্রশ্ন, “কোন দেশের প্রধানমন্ত্রী রাজধানীর মুখ্যমন্ত্রীর ওপর হামলা করান?”
নরেন্দ্র মোদি ‘ভুয়ো জাতীয়তাবাদী’। এভাবেই নমো-কে বিঁধেছেন অরবিন্দ কেজরিবাল। এদিন সাংবাদিক বৈঠকে অরবিন্দ কেজরিবাল বলেন, “মোদির জাতীয়তাবাদ ভুয়ো। একটা অবয়বে ঢাকা বিভ্রম তৈরি করে। আপনারা শিক্ষিত, দায়িত্ববান। এই বিভ্রমে জড়িয়ে পড়বেন না। বাস্তব দেখুন। সত্যি ও মিথ্যার ফারাক বুঝুন।” প্রধানমন্ত্রীর পাকনীতি নিয়ে প্রশ্ন তোলাতেই এই হামলা হয়েছে বলে দাবি অরবিন্দের। সোমবারও নিজের অবস্থানে অনড় থেকে কেজরিবাল দাবি করেন, “পাকিস্তানের সঙ্গে গোপন সম্পর্ক রয়েছে মোদির। ভারতীয় সেনারা পাকিস্তানে ঢুকে সন্ত্রাসীদের মারছে আর পাক প্রধানমন্ত্রী চাইছেন তিনি চলতি নির্বাচনে জিতুন।”
এই প্রসঙ্গেই অরবিন্দ কেজরিবাল তাঁর নিরাপত্তাহীনতার বিষয়টিও সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন। তিনি প্রশ্ন তোলেন, যে প্রধানমন্ত্রী একজন মুখ্যমন্ত্রীরই নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেন না, তিনি কীভাবে নিজেকে জাতীয়তাবাদী হিসেবে দাবি করেন?
স্বদেশ প্রেম, বিদেশনীতি সহ মোদি সরকারের অর্থনীতি নিয়েও এদিন সওয়াল করেন কেজরিবাল। নরেন্দ্র মোদির সরকারের সিদ্ধান্ত দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বলেও দাবি তাঁর। প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহর সঙ্গে সহমত হয়েই অরবিন্দ কেজরিবাল বলেন নোটবন্দি ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ব্যবসায়ীদের ওপর ‘কর সন্ত্রাস’ নামিয়ে আনা হয়েছে বলেও আক্রমণ শানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। জিএসটি নিয়েও মোদি সরকারকে একহাত নিয়েছেন তিনি। নোটবন্দির পর জিএসটি এনে ব্যবসায়ীদের আরও সমস্যায় ফেলে দিয়েছে মোদি সরকার। এই সাংবাদিক সম্মেলনেই দিল্লির আম জনতার কাছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল আর্জি করেছেন, “দিল্লির সাতটি লোকসভা আসনে জিতিয়ে আমাদের হাত শক্ত করুন, কথা দিচ্ছি অবিচার করব না।”