Lok Sabha Polls 2024: 'ঝাড়গ্রামে BJP প্রার্থীর প্রচারে হামলা..', ট্যুইটে নিশানা মমতাকে, কমিশনকে পদক্ষেপ নিতে অনুরোধ
Jhargram BJP Candidate Attacked: 'পুলিশের উপস্থিতিতে ঝাড়গ্রামে BJP প্রার্থীর প্রচারে হামলা..', কমিশনকে পদক্ষেপ নিতে অনুরোধ, মমতাকে নিশানা করে কী বার্তা বিজেপির ?
অমিতাভ রথ, ঝাড়গ্রাম: লোকসভা ভোটের মুখে অভিযোগের সংখ্যা বেড়েই চলেছে। কোথাও বিধি ভঙ্গের অভিযোগ, তো কোথাও বেধড়ক মারধরের অভিযোগ। পরের মাসেই ঝাড়গ্রামে লোকসভা ভোট (Jhargram Lok Sabha Constituency)। আর তার আগেই এল গুরুতর অভিযোগ। ঝাড়গ্রামের সাঁকরাইলে বিজেপি প্রার্থীর প্রচারে উঠল এবার হামলা অভিযোগ (Attacked On BJP Candidate Vote Campaign)। অভিযোগের আঙুল তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। অনুমতি ছাড়াই প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী, দাবি পুলিশের। গোটা ঘটনার পর ট্য়ুইটে সরব বিজেপি। এদিকে এরই বিপরীতে পাল্টা গেরুয়া শিবিরের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তৃণমূল। বিজেপি কর্মীদের বিরুদ্ধে পাল্টা তৃণমূলকে পতাকা টাঙাতে বাধা দেওয়ার অভিযোগ।
বিজেপি ট্যুইট করে জানিয়েছে,'রোহিনী থেকে রোগড়া যাওয়ার পথে, পুলিশের উপস্থিতিতে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি প্রার্থী প্রণত টুডু (BJP Candidate Pranat Tudu) এবং বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছে।এটা খুবই দুর্ভাগ্যজনক। কার্যতই পশ্চিমবঙ্গের পুলিশ নির্বাক দর্শক। মমতা বন্দ্যোপাধ্যায় একজন আদিবাসী সম্প্রদায়ের নেতাকে নিশানা করেছেন। কারণ বিজেপি প্রার্থী প্রণত টুডু জনপ্রিয়। এবং যিনি ঝাড়গ্রামের সাপোর্টকে উপভোগ করছেন।' এরপর বিজেপির তরফে নির্বাচন কমিশনকে ট্যাগ করে, এই ঘটনার জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে। এবং যাতে রাজ্যে শান্তিপূর্ণ ভোট হয়, সেজন্যও দাবি জানানো হয়েছে।'
প্রথম দফার ভোটের দু দিন আগে বিজেপি প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ ঘিরে তুলকালাম বাধল ঝাড়গ্রামে। মঙ্গলবার সাঁকরাইল ব্লকের রোহিণী এলাকায় প্রচার সেরে কাঠুয়াপালে দলীয় কর্মীর বাড়িতে যাচ্ছিলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু।স্থানীয় রগরা এলাকায় বিজেপি প্রার্থীর ওপর তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ।ঝাড়গ্রাম বিজেপি প্রার্থী প্রণত টুডু বলেছেন, আমাদের এখানে একজন আমাদের কর্মী ছিলেন, তাদের বাড়িতে খাওয়া-দাওয়ার কথা ছিল। খাওয়া-দাওয়া করে আমরা ওদিকে একটু চা খেতে যেতাম। আমাদের যে কর্মী আছে ওঁদের বাড়িতে যাতে খেতে না পারি সে জন্য় ওঁকে বাধা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তারপরে আমাদের দোকানে বলা হয়েছে খাওয়ার জন্য়। সেই দোকানেও খাবার সব তুলে নেওয়া হয়েছে।
আরও পড়ুন, "অভিষেকের মত HS পাশ নই, ওর MBA ডিগ্রিটাও ফেক", ডায়মন্ডহারবারে প্রার্থী হয়েই আক্রমণে BJP-র ববি
অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির বিরুদ্ধে পতাকা টাঙাতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি পঞ্চানন দাস বলেন, আমাদের এখানে তো কেউ ছিল না। সকাল থেকে আমাদের কর্মসূচি ছিল পতাকা টাঙানো। প্রত্য়েক বাড়ি বাড়ি আমরা অনুমতি নিয়ে পতাকা টাঙাচ্ছি। হঠাৎ করে বিজেপির প্রায় ৭-৮টা গাড়ি পৌঁছে গেল কাঠুয়াপালে একটা ঝামেলা তৈরি করে দিয়ে আমাদের যে পতাকা ছিল হঠাৎ করে বিভিন্ন ভাবে উত্য়ক্ত কথাবার্তা বলতে থাকে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে দাবি, অনুমতি ছাড়াই প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী প্রণত টুডু।