Lok Sabha Polls 2024: বর্ষীয়ান বাম নেতা অশোক ভট্টাচার্যের বাড়িতে BJP-র পতাকা, ছবি পোস্ট গৌতম দেবের
BJP Flag Ashok House: প্রতিবেশির ফোন পেয়ে বিজেপির পতাকা সরিয়েও ফেলেছিলেন বাম নেতা অশোক ভট্টাচার্য, কিন্তু শেষ রক্ষা হল না, ততক্ষণে ছবি পোস্ট করেছেন শিলিগুড়ির মেয়র, চটে লাল বর্ষীয়ান বামনেতা..
বাচ্চু দাস, দার্জিলিং: একদা রাজ্যের মন্ত্রী তথা প্রবীণ বাম নেতার বাড়ির (Ashok Bhattacharya) এককোণে জ্বলজ্বল করছে গেরুয়া শিবিরের পদ্ম পতাকা (BJP Flag)। নির্বাচনী (Lok Sabha Election 2024) আবহে এমন বিরল ঘটনা নজরে আসতেই সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব (Goutam Deb)। এতেই তোলপাড় শিলিগুড়ির (Siliguri) রাজনৈতিক মহল।
এটা কি সিপিআই(এম) বিজেপির বৃহত্তর ঐক্যের প্রতীক? : গৌতম দেব
তার নেপথ্যে অবশ্য গৌতম দেবের তরফে লেখা ফেসবুক ক্যাপশন। সেখানে তিনি প্রশ্ন তোলেন, এটা কি সিপিআই(এম) বিজেপির বৃহত্তর ঐক্যের প্রতীক? গৌতম দেবের তরফে এহেনও পোস্ট প্রকাশ্যে আসতেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন অশোক। তাঁর মন্তব্য, গৌতমের মাথা খারাপ আছে। বুধবার দুপুর অবধি শিলিগুড়ির প্রবীন বাম নেতা অশোক ভট্টাচার্যর বাড়িতে বিজেপির পতকা ঝুলতে দেখা যায়। নিজে বিষয়টি নজর করতে না পারলেও পরে অবশ্য প্রতিবেশীর ফোন পেতেই সেই পতাকা খুলে মাটিতে ফেলে দেন।
প্রতিবেশির ফোন পেয়ে পদ্ম পতাকা সরালেও মিলল না ছাড়
তবে তার আগেই বিষয়টি নজরে আসে তৃণমূল নেতা গৌতম দেবের। দ্রুত সেই ছবি সামাজিক মাধ্যমে তুলে ধরে নির্বাচনী আবহে প্রশ্ন উত্থাপনও করে দেন৷ একের পর এক কমেন্টে ভরে যায় সেই পোস্ট।এতেই রাজনৈতিক মহলে হৈচৈ শুরু। গৌতম দেবের জানান, একসময় শিলিগুড়ি মডেলের হোতা ছিলেন উনি। সেই শিলিগুড়ি মডেলেরই রেপ্লিকা এটা। রাম আর বাম যে একই তা প্রমাণ হচ্ছে হয়তো এই ছবিতে। যদিও বিজেপি বিধায়ক শংকর ঘোষ অবশ্য এতে রাজনীতি না করার পরামর্শ দেন। তবে অশোক অবশ্য থেমে থাকতে নারাজ। গৌতম-সহ বিজেপিকে একহাত নিয়ে কমিশনের দ্বারস্থ হওয়ার কথা স্পষ্ট করেন তিনি।
আরও পড়ুন, ৪২-এ পৌঁছতে পারে তাপমাত্রা, আগামীকাল থেকেই তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে..
বিস্তারিত আসছে...