Lok Sabha Election 2024: দইয়ের পর সিঙ্গুরের মুড়িতে মজলেন রচনা! সঙ্গে আলুরদম-কাঁচা পেঁয়াজ
Hooghly Lok Sabha Poll:বৃহস্পতিবার সিঙ্গুর বিধানসভা এলাকায় প্রচার করেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন বেচারাম মান্না।
সোমনাথ মিত্র, হুগলি: সিঙ্গুরের দইয়ের পরে সিঙ্গুরের (Singur) মুড়ি। সুখ্যাতিতে ভাসালেন হুগলি (Hooghly Lok Sabha Election 2024) লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রচনা বন্দ্য়োপাধ্য়ায় (TMC Candidate Rachana Banerjee)। এদিন প্রচারের ফাঁকে তাঁর টিফিন ছিল ঘরে ভাজা মুড়ি, আলুর দম আর কাঁচা পেঁয়াজ। আর তা খেয়েই মন ভাল হল তৃণমূলের প্রার্থী রচনার। বললেন, 'বাড়িতে বিকালে মুড়ি খাই, কিন্তু সিঙ্গুরের মুড়ির স্বাদই আলাদা।'
এর আগে সিঙ্গুরে দই খেয়ে প্রশংসায় ভাসিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তারপর পান্ডুয়ার ঘুগনি, ধনিয়াখালির চা- খেয়ে প্রশংসায় ভাসিয়েছেন। এরপর এদিন সিঙ্গুরে এক গৃহস্থের বাড়িতে বসে মুড়ি, আলুর দম খেলেন রচনা বন্দ্যোপাধ্যায়। থালা ভর্তি মুড়ি, বাটি ভর্তি আলুর দম আর তার সঙ্গে ছিল কাঁচা পেঁয়াজ- সেটাই চামচ দিয়ে খেলেন তৃণমূল প্রার্থী রচনা। তাঁর সঙ্গে ছিলেন বেচারাম মান্না। এতদিনের প্রচারে নাকি এই প্রথম মুড়ি-আলুর দম খেলেন রচনা। কেমন লাগছে? রচনা বললেন, 'এখানকার সব ভাল ভাল খাবার খাচ্ছি রোজ সকাল বেলা। মুড়ি , আলুর দম সিঙ্গুরের ফেমাস খাবার, সেটাও খেলাম। খুব টেস্টি। এসব তো কলকাতায় খাওয়া হয় না। গ্ৰামে বসে একদম অরিজিনাল খাবার খেলাম।'
বৃহস্পতিবার সিঙ্গুর (Singur TMC Poll Campaign) বিধানসভা এলাকায় প্রচার করেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের বৈঁচিপোতা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে হুড খোলা গাড়িতে তিনি প্রচার শুরু করেন আজ। প্রচারের ফাঁকে বৈচিঁপোতা পঞ্চায়েতের বৈজলা এলাকায় মন্দিরে পুজো দেন রচনা। সেখানে মন্ত্র উচ্চারণ করে ফুল নিবেদন করেন দেবতাকে। এরপর মন্দির চত্বরে বাতাসা হরিলুঠ দেন তৃণমূল প্রার্থী। এরপর আনন্দনগর পঞ্চায়েত এলাকায় প্রচার করেন রচনা। বিকালে বিঘাটি পঞ্চায়েত এলাকায় জন সংযোগ রয়েছে প্রার্থীর।
'সিঙ্গুরের সব প্রত্যন্ত এলাকা, ভিতরের গ্রামগুলিতে যাঁরা থাকেন। তাঁদের কাছে গেলাম, কথা বললাম। ভাল লাগল।' এদিন পুজো দেওয়ার পাশাপাশি মাইক হাতে ভোট প্রচারও সেরেছেন তিনি। রচনাকে দেখে জমেছে ভিড়। ছবি তোলার জন্য তাড়াহুড়োও দেখা গিয়েছে ভিড় করে আসা বাসিন্দাদের মধ্যে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: স্কুল পোশাকে স্কুল পড়ুয়া! দমদমে সৌগতর প্রচার-মিছিল নিয়ে বিতর্ক