Lok Sabha Election 2024: বুথের ভিতরে ঘুটঘুটে অন্ধকার ! 'বুঝে ভোট' দিতে অনুরোধ TMC প্রার্থী রচনার
Rachna On Booth Loadshedding: হুগলির বুথের ভিতরে ঘুটঘুটে অন্ধকার ! ভোটারদের কী বার্তা দিলেন তৃণমূল প্রার্থী রচনা ?
হুগলি: লোডশেডিং করে ভোটের ফলে কারচুপি করা হয়েছিল, নন্দীগ্রামের ইস্যুতে একাধিক বার এমন অভিযোগ এনেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভা ভোটের মাঝেও তাঁকে এনিয়ে ক্ষোভ প্রকাশ করতে শোনা গিয়েছিল। তবে এবারের ভোটে হুগলির তৃণমূল প্রার্থী রচনার উপর তাঁর অগাধ ভরসা, কিছুদিন আগেই জানিয়েছেন মমতা। বলাইবাহুল্য, তাই দায়িত্বওটা বেড়ে গিয়েছে। ভোটের আগে জোরকদমে প্রচার সেরেছেন দিদি নং ১ এর সঞ্চালিকা তথা হুগলির এই তৃণমূল প্রার্থী রচনা। কিন্তু এতসবের পর নন্দীগ্রামের ছায়া কি ফিরল হুগলিতে ? পঞ্চম দফা ভোটের দিনে বুথের ভিতরে অন্ধকার দেখতেই ঝুঁকি নিতে মোটেই রাজি তিনি। বুথে ঘুটঘুটে অন্ধকার দেখতেই, ভোটারদের বুঝেশুনে ভোট দিতে অনুরোধ করলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (Hooghly TMC Candidate Rachna Banerjee)।
এদিন রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সবাই দেখে শুনে, ধীরে সুস্থে ভোট দেবেন। কারণ এখানে লাইট দিচ্ছে না। অন্ধকার হয়ে আছে, পুরো ঘরটা। ভোটবাক্সের চারপাশটা ঢাকা। ভিতরটা অন্ধকার হয়ে আছে। সবাইকে অনুরোধ করলাম, দেখে শুনে আস্তে আস্তে ভোট দেবেন। আলো দেওয়ার কথা বলা হয়েছে। তারপরেও আলো দেওয়া হচ্ছে না। অন্ধকার করে রেখে দেওয়া হয়েছে। ওর ভিতরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। মানুষ পড়তে পারবে না, কার নাম লেখা রয়েছে ইভিএম-এ ! যাকেই ভোট দিক, দৃষ্টিতে তো আসতে হবে, কাকে সে ভোট দিচ্ছেন ? বলার পরেও আলোর ব্যবস্থা করা হচ্ছে না।'
আরও পড়ুন, বুথের ১০০ মিটারের বোমাবাজি ! হুগলির খানাকুলে আটক BJP কর্মী..
সম্প্রতি ভোট চাইতে লোকাল ট্রেনে উঠেছিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। আজ ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেনে চড়েন রচনা। চন্দননগরে নামার আগে জনসংযোগ সারেন তৃণমূল প্রার্থী। মূলত অফিস যাত্রীদের কথা ভেবেই ট্রেনে প্রচার বলে দাবি করেন রচনা। এর আগে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ও ট্রেনে চড়ে প্রচার করেছিলেন। রচনার সঙ্গে সেলফি তোলেন অনেকেই। চন্দননগর হাসপাতালের এক মহিলা চিকিৎসক গান শোনান। ট্রেনেই রচনার সঙ্গে দেখা হয় তাঁর রিয়েলিটি শোয়ের এক প্রতিযোগীর। এদিকে এই অবধি সব ঠিকই ছিল, ভোটের ঠিক আগে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। রচনা দিদি নম্বর ওয়ানে সুযোগ পাইয়ে দেওয়ার কথা বলে ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ তোলেন লকেট। তবে অভিযোগ অস্বীকার করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।