Agnimitra Paul: 'গাড়ি গাড়ি পুলিশ গিয়ে কার্যকর্তাকে গ্রেফতার করেছে, নিকৃষ্টতম ব্যবহার', অগ্নিমিত্রার নিশানায় পুলিশ
Medinipur Lok Sabha Constituency BJP Candidate : ইতিমধ্যেই নির্বাচনে কমিশনে বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি।
মেদিনীপুর : ষষ্ঠ দফায় ভোটের শুরুতেই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে 'চোর' স্লোগান ওঠে। গতকালই তিনি অভিযোগ করেছিলেন, নন্দীগ্রামে প্রায় ৪ হাজার পুলিশ ঢুকেছে। বিজেপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। প্রায় একই রকম অভিযোগ শোনা গেল মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গলায়। ইতিমধ্যেই নির্বাচনে কমিশনে বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি।
অগ্নিমিত্রা বলেন, 'পুলিশ সাংঘাতিক রকমের নিকৃষ্টতম ব্যবহার করছে। পরশু রাত থেকে আমাদের কার্যকর্তাদের বাড়িতে হানি দেওয়া, তাঁদের গ্রেফতার করা...গতকাল সন্ধে থেকে গ্রেফতারি শুরু হয়ে গেছে। বুথ এজেন্টকেও গ্রেফতার করে নিয়েছে। গাড়ি গাড়ি পুলিশ গেছে। কেশিয়াড়ি, দাঁতনে গাড়ি গাড়ি পুলিশ গিয়ে কার্যকর্তাকে গ্রেফতার করে নিয়ে এসেছে। বিষয়গুলি দিল্লিতে জানিয়েছি। পিএমও-তেও জানিয়েছি। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও জানিয়েছি।'
গতকালই জেলাশাসকের (District Magistrate) অফিসের সামনে ধর্নায় বসেন মেদিনীপুরের (Midnapore) বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। ভোটের আগের দিন এলাকায় ১৪৪ ধারা। কোথাও কোনও জমায়েত করা যাবে না। তাই একাই ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছিলেন বিজেপি প্রার্থী (BJP Candidate)। মূলত পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেই এই প্রতিবাদ বলে জানান অগ্নিমিত্রা (Agnimitra Paul)। পুলিশের বিরুদ্ধেই প্রতিবাদে গর্জে ওঠেন তিনি। একাই বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন নিয়ে জেলাশাসকের অফিসের সামনে ধর্নায় বসেন নেত্রী। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে বেছে বেছে বিজেপির নেতা কর্মীদের পুলিশ ভয় দেখাচ্ছে, মধ্যরাত্রে বাড়িতে যাচ্ছে। আর তাই যতক্ষণ না এ বিষয়ে তিনি ডিএম বা এসপি'র কাছ থেকে সদুত্তর পান, ততক্ষণ ধর্না চালিয়ে যাবেন।
এদিকে এদিন ভোট শুরু আগে হলদিয়ায় একটি বুথে বিক্ষোভের মুখে পড়েন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Tamluk Lok Sabha Constituency BJP Candidate Abhijit Gangopadhyay)। তাঁকে ঘিরে 'চোর চোর' স্লোগান তোলে বিক্ষোভকারীরা। 'বিজেপি হটাও দেশ বাঁচাও', 'চাকরি চোর' স্লোগানও শোনা যায়। বুথের ভেতর থেকে বিজেপি প্রার্থী বেরিয়ে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় বহু সংখ্যক মানুষ তাঁকে ঘিরে একের পর এক স্লোগান তুলতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁকে নিরাপদে গাড়িতে তুলে দেন নিরাপত্তারক্ষীরা। বিক্ষোভের মুখেই ঘটনাস্থল ছাড়েন অভিজিৎ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।