Lok Sabha Election 2024: সকাল থেকেই ময়দানে সেলিম! অভিযোগ পেয়েই দৌড়লেন বুথে
Murshidabad Poll 2024: ভুয়ো এজেন্ট ধরলেন, কোথাও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ নিয়ে তরজায় জড়ালেন পুলিশের সঙ্গে।
মুর্শিদাবাদ: ভোটের দিন ঘটনার ঘনঘটা মুর্শিদাবাদে। সকাল থেকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে নানা অভিযোগ আসে। কোনও এলাকায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কোথাও আবার বিরোধীদের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। সকাল থেকেই বিভিন্ন বুথে কার্যত দৌড়ে বেরোতে দেখা গিয়েছে মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমকে। ভুয়ো এজেন্ট ধরলেন, কোথাও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ নিয়ে তরজায় জড়ালেন পুলিশের সঙ্গে।
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কোথাও এজেন্টকে বার করে দেওয়া, কোথাও আবার মহিলা ভোটারদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ। সকাল থেকে নিজের নির্বাচনী কেন্দ্রে দৌড়ে বেড়াচ্ছেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। লোচনপুরে সিপিএম প্রার্থীকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। রানিনগরের লোচনপুরে ৩৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর সামনে সিপিএম এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। তৃণমূল কর্মী নির্দল এজেন্ট সেজে বুথে বসেছেন, এমনই অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, তাড়া খেয়ে বুথ থেকে দূরে একটি কলাবাগানে লুকোন সিপিএম-এর পোলিং এজেন্ট। খবর পেয়ে এলাকায় যান মহম্মদ সেলিম। এজেন্ট ও কর্মীদের অভয় দিয়ে বুথে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। বুথে গিয়ে কাগজপত্র খতিয়ে দেখে ভুয়ো এজেন্টকে বের করে দেন সেলিম নিজে। পরে ওই অভিযুক্ত জানান, তাঁকে তৃণমূলের তরফে কাগজ দেওয়া হয়েছিল। পরে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে।
লোচনপুরের পরে গোপীনাথপুরেও ভুয়ো এজেন্ট ধরেন সিপিএম প্রার্থী। গন্ডগোলের খবর এসেছে রানিনগরের কেশবপুর নওদাপাড়াতেও। সেখানে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ শুনে যান মহম্মদ সেলিম। সেখানেই সেলিমের সঙ্গে হাতাহাতি বাধে তৃণমূল কর্মীদের। রানিনগরের ৩৮ নম্বর বুথের বাইরে সেলিমকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। সিপিএম প্রার্থীর অভিযোগ পেয়ে বুথের ১০০ মিটারের মধ্যে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেয় পুলিশ। লোচনপুরে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে বলে এলাকায় গিয়েছিলেন সিপিএম প্রার্থী। সেখানে এক বৃদ্ধা ভোটার তাঁকে অভিযোগের কথা জানান। তাঁকে নিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কাছে যান সেলিম। ওই বৃদ্ধা ভোট দিতে পেরেছেন শুনে ওই নিরাপত্তা কর্মী আর কথা শুনতে চাইছিলেন না। তখনই ওই বৃদ্ধার অভিজ্ঞতা কেন শোনা হচ্ছে না তা নিয়ে বচসায় জড়ান সেলিম। ওই এলাকাতেই এক সিপিএম কর্মী দলের এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ারও অভিযোগ করেন। ওই এলাকা থেকেই পুলিশের ভূমিকা নিয়ে কমিশনে নালিশ জানান সিপিএম প্রার্থী।
অভিযোগের বন্যা:
তৃতীয় দফার নির্বাচনে প্রথম দু'ঘণ্টায় সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। NGRS অর্থাৎ ন্যাশনাল গ্রিভান্স রিড্রেসাল সিস্টেমের মাধ্যমে এই কেন্দ্রে ৫১টি অভিযোগ জমা পড়ে। এছাড়া, C ভিজিল অ্যাপে ১৬টি এবং CMS পোর্টাল মারফত ৯১টি অভিযোগ জমা পড়েছে শুধুমাত্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। মালদা উত্তর ও দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ, চারটি কেন্দ্র মিলিয়ে মোট ১৮২টি অভিযোগ জমা পড়েছে কমিশনে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: জঙ্গিপুরের BJP প্রার্থীকে দেখে মারমুখী TMC নেতা! হিমসিম খেল পুলিশ