NCW On Abhishek: 'BJP প্রার্থীকে কুরুচিকর আক্রমণ..', অভিষেককে নিয়ে ডিজিকে চিঠি জাতীয় মহিলা কমিশনের
NCW On Abhishek Sreerupa: ঠিক কী কারণে অভিষেককে নিয়ে ডিজিকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন ?..
![NCW On Abhishek: 'BJP প্রার্থীকে কুরুচিকর আক্রমণ..', অভিষেককে নিয়ে ডিজিকে চিঠি জাতীয় মহিলা কমিশনের Lok Sabha Election 2024 NCW lettering to DG against Diamond Harbour TMC Candidate Abhishek Banerjee due to offensive comments on Malda Dakshin BJP Candidate Sreerupa Mitra Chaudhury NCW On Abhishek: 'BJP প্রার্থীকে কুরুচিকর আক্রমণ..', অভিষেককে নিয়ে ডিজিকে চিঠি জাতীয় মহিলা কমিশনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/24/3a455300ea996b9c4b6707ea8e88321f1713964281000484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ৭ মে তৃতীয় দফা লোকসভা ভোট (Lok Sabha Election 2024) মালদায়। এহেন মুহূর্তে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থীকে (Malda Dakshin BJP Candidate Sreerupa Mitra Chowdhury) কুরুচিকর আক্রমণের অভিযোগ। অভিষেককে ( Diamond Harbour TMC Candidate Abhishek Banerjee) নিয়ে ডিজিকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন (National Commission For Women)। ভোটের প্রচারে মহিলাদের সম্মানহানির অভিযোগে রিপোর্ট তলব হয়েছে। ৪দিনের মধ্যে রাজ্য পুলিশের ডিজির রিপোর্ট চাইল কমিশন।
কেন অভিষেককে নিয়ে ডিজিকে চিঠি জাতীয় মহিলা কমিশনের ?
অভিষেককে নিয়ে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ডিজিকে। এবং কী ব্যবস্থা নেওয়া হয়েছে, ওই চিঠিতে জানতে চাওয়া হয়েছে যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর নামে যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কমিশন মনে করছে যে, এটা সম্মানহানিকর। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। রিপোর্ট আকারে জাতীয় মহিলা কমিশনকে জানাতে হবে। এবং তার সঙ্গে এটাও বলা হচ্ছে যে, শ্রীরূপা মিত্র চৌধুরী যিনি, এলাকায় তিনি তাঁর অবদানের জন্য 'নির্ভয়া দিদি' হিসেবে পরিচিত।এবং তাঁকে সম্বোধন করে যে মন্তব্য করা হয়েছে, তাতে সম্মানহানি হয়েছে বলেই মনে করছে জাতীয় মহিলা কমিশন। এবং রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠিয়ে রিপোর্ট তলবও করা হয়েছে।
কী বলেছিলেন অভিষেক ?
গতমাসে কালিয়াচকে গিয়ে অভিষেক বলেছিলেন, 'বিজেপির প্রার্থী বড় বড় ভাষণ দিচ্ছেন। গাড়ি নিয়ে ঘুরছে। আর নিজেকে নির্ভয়া বলে দাবি করছে। আপনি নির্ভয়া নন, আপনি নির্মম..আপনি নিরুদ্দেশ, আপনি ব্যর্থ। আপনি মানুষকে বঞ্চিত-লাঞ্ছিত-অত্যাচারিত ও শোষিত করে রাখার দলের প্রতিনিধি।'
আরও পড়ুন, ড্রেন থেকে তুললেন দলীয় পতাকা, ডুগডুগি বাজিয়ে মনোনয়ন জমা দিলীপের
উল্লেখ্য, লোকসভা ভোটে মালদা দক্ষিণ থেকে বিজেপির প্রার্থী হয়েছেন শ্রীরূপা মিত্র চৌধুরী। সম্প্রতি ভোটের আগে মালদা দক্ষিণের এই বিজেপির প্রার্থীকে নিয়ে নিখোঁজের পোস্টার পড়েছিল। যা নিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে কম কটাক্ষ চলেনি। মূলত নিখোঁজের পোস্টার শুধু মালদাতেই নয়, একাধিক লোকসভা কেন্দ্রে এই অভিযোগ উঠেছে যে, এতদিন কোথায় ছিলেন ? তবে অভিযোগের আঙুল তোলা হয়েছে, যেমন বিজেপির দিকে, তেমন বিদ্ধ হয়েছে শাসক প্রার্থীও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)