Abhijit Gangopadhyay: 'চাকরি চোর', ভোট শুরুর আগেই হলদিয়ায় তুমুল বিক্ষোভের মুখে অভিজিৎ !
Tamluk Lok Sabha Constituency : পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁকে নিরাপদে গাড়িতে তুলে দেন নিরাপত্তারক্ষীরা। বিক্ষোভের মুখেই ঘটনাস্থল ছাড়েন অভিজিৎ।
হলদিয়া : ষষ্ঠ দফার ভোট শুরুর আগেই উত্তেজনা হলদিয়ায়। সেখানকার একটি বুথে বিক্ষোভের মুখে পড়লেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Tamluk Lok Sabha Constituency BJP Candidate Abhijit Gangopadhyay)। তাঁকে ঘিরে 'চোর চোর' স্লোগান তোলে বিক্ষোভকারীরা। 'বিজেপি হটাও দেশ বাঁচাও', 'চাকরি চোর' স্লোগানও শোনা যায়। বুথের ভেতর থেকে বিজেপি প্রার্থী বেরিয়ে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় বহু সংখ্যক মানুষ তাঁকে ঘিরে একের পর এক স্লোগান তুলতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁকে নিরাপদে গাড়িতে তুলে দেন নিরাপত্তারক্ষীরা। বিক্ষোভের মুখেই ঘটনাস্থল ছাড়েন অভিজিৎ।
ভোটের আগের রাতে খুন !
ভোটের আগের রাত থেকেই উত্তপ্ত তমলুক লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রের অন্তর্গত মহিষাদলে খুন হলেন তৃণমূল নেতা শেখ মইবুল। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। মৃত শেখ মইবুল গেঁওখালির বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য। তৃণমূলের দাবি, গতরাতে এক দলীয় কর্মীকে নামিয়ে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন শেখ মইবুল। অভিযোগ, তখনই শেখ মইবুলের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর শেখ মইবুলকে পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। মইবুল বাড়ি ফেরেননি বলে এর পর খোঁজ শুরু হয়। দলীয় কর্মী-সমর্থকরাই পুকুর থেকে মইবুলকে উদ্ধার করেন। মহিষাদলের ব্লক স্বাস্থ্যকেন্দ্রে প্রথমে নিয়ে যাওয়া হয় মইবুলকে। সেখানে পরিস্থিতির অবনতি হলে তমলুকের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরাই মইবুলকে মৃত বলে ঘোষণা করেন।
এর আগে বুধবার রাতে তমলুক লোকসভার নন্দীগ্রামে মহিলা বিজেপি কর্মী রথীবালা আড়ি খুন হন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর ছেলে নন্দীগ্রামের বিজেপি নেতা সঞ্জয় আড়ি। ওই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
এই পরিস্থিতিতে ভোটের আগে পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন তমলুকের বিজেপি প্রার্থী। তাঁর বক্তব্য, 'নন্দীগ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে পুলিশ। ছয় বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোনাচূড়া দিয়ে নন্দীগ্রামে ঢুকেছে রাজ্য পুলিশের বাহিনী। নন্দীগ্রামে ৪ হাজার পুলিশ ঢুকেছে। ভোটের আগেই পুলিশের ভয়ঙ্কর সন্ত্রাস। ডিজি পদ মর্যাদার এক অফিসারের নেতৃত্বে সব হচ্ছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।