Lok Sabha Polls 2024: নিশানায় বাহিনী, ভোট শুরুর ১ ঘণ্টাতেই কমিশনে ৬০টি অভিযোগ দায়ের TMC-র
Balurghat TMC On EC: বালুরঘাট ও রায়গঞ্জে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, কমিশনে ৬০টি অভিযোগ দায়ের করেছে তৃণমূল..
দক্ষিণ দিনাজপুর: ফের তৃণমূলের নিশানায় কেন্দ্রীয় বাহিনী (Central Force)। ভোট শুরুর একঘণ্টার মধ্যে বালুরঘাট ও রায়গঞ্জ লোকসভা কেন্দ্র ( Balurghat and Raiganj Lok Sabha Constituency ) মিলিয়ে নির্বাচন কমিশনে (EC) ৬০টি অভিযোগ দায়ের করেছে তৃণমূল (TMC)। এর মধ্যে EVM খারাপের সমস্যাও রয়েছে।
কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ
বালুরঘাট ও রায়গঞ্জে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ। ভোটারদের হেনস্থার অভিযোগ তৃণমূলের। অ্যাকশন টেকেন রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। পাশাপাশি আরও অভিযোগ, বালুরঘাটের কুশমণ্ডির একটি বুথে ইভিএম খারাপের খবর এসেছে। কুশমণ্ডির উদয়পুরে ১৪১ নম্বর বুথে এখনও শুরু হয়নি ভোটগ্রহণ বলে অভিযোগ।
Central forces, deployed to secure free elections, are sabotaging democracy in Bengal!
— All India Trinamool Congress (@AITCofficial) April 26, 2024
In Balurghat's Municipality Ward No. 9, voting had to be stopped after they unleashed a brutal assault on our voters.@ECISVEEP, is this your idea of free & fair polls?
রায়গঞ্জে ১১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
উল্লেখ্য, আজ দ্বিতীয় দফায় রাজ্য়ের তিন লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণ হচ্ছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও। এখানে লড়াই তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, বিজেপি প্রার্থী কার্তিক পাল ও কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজের মধ্য়ে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে রায়গঞ্জের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের কানাইয়ালাল আগরওয়ালকে ৬০ হাজার ৫৯৩ ভোটে হারিয়েছিলেন। রায়গঞ্জে মোট বুথের সংখ্যা ১ হাজার ৭৩০টি। স্পর্শকাতর বুথ ২১০টি। রায়গঞ্জে ১১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
ত্রিমুখী লড়াই
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তৃণমূলের বিপ্লব মিত্র এবং আরএসপির জয়দেব সিদ্ধান্তের মধ্য়ে ত্রিমুখী লড়াই। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতে সাংসদ হন বিজেপির সুকান্ত মজুমদার। তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে
গত লোকসভা নির্বাচনে তিনি ৩২ হাজার ১১৪ টি ভোটে হারিয়েছিলেন। ২০১৪-র লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ আরএসপির
বিমলেন্দু সরকারকে ১ লক্ষ ৬ হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন। বালুরঘাটে মোট বুথ ১ হাজার ৫৬৯। স্পর্শকাতর বুথের সংখ্যা ১৯২। বালুরঘাটে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন, ভোটের সকালে কলকাতার থেকে পেট্রোল সস্তা এই শহরগুলিতে, দেশে কত ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।