Lok Sabha Polls 2024: 'সুকান্তর উন্নয়ন যজ্ঞে সামিল হতেই..', BJP-তে যোগ দিলেন SFI-র প্রাক্তন জেলা সভাপতি সুরজিৎ
Surajit Join BJP :কেন ভোটের মুখে দলবদল ? BJP-তে যোগ দিয়ে কারণ জানালেন সুরজিৎ..
মুন্না অগ্রবাল, দক্ষিণ দিনাজপুর: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) দোরগড়ায় দাঁড়িয়ে দলবদল বামনেতা সুরজিৎ সরকারের। যদিও একুশের নির্বাচনের আগেও এই দৃশ্য চোখে পড়েছিল। তৃণমূল-সহ অন্যান্য দল থেকেও দলে দলে সদস্যরা পদ্মশিবিরে নাম লেখাচ্ছিলেন। ফলপ্রকাশের পরে যদিও দেখা গিয়েছিল উলটপূরাণ। এবার ভোটের মুখে ফের সেই একুশের ছায়া। এসএফআইয়ের প্রাক্তন জেলা সভাপতি তথা সিপিআইএমের জেলা কমিটির সদস্য সুরজিৎ সরকার যোগ দিলেন বিজেপিতে। তাঁর সঙ্গে আরও চার পাঁচজন যোগ দিলেন বিজেপিতে।
শনিবার দুপুরে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার- সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এবার বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন সুকান্ত মজুমদার (BJP Candidate Sukanta Majumdar)। আর সদ্য দলত্যাগী সুরজিৎ সরকার জানিয়েছেন,সুকান্ত মজুমদারের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই এদিন তারা বামফ্রন্ট ছেড়ে যোগদান করছেন। বামেদের পাশাপাশি তৃণমূলের বেশ কিছুজন যুবক যোগদান করেন বলেই বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন।
লোকসভা ভোটের মুখে তৃণমূল ছাড়ার হিড়িক দেখা যায় পুরুলিয়াতেও। এই জেলার সহ সভাপতি উত্তম বন্দ্যোপাধ্যায় সম্প্রতি যোগ দিয়েছেন বিজেপিতে। পুরুলিয়ার সাংসদ ও বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর উপস্থিতিতে গেরুয়া শিবিরে নাম লেখান তৃণমূলত্যাগী নেতা। দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই দলত্যাগ বলে দাবি করেন তৃণমূলের প্রাক্তন জেলা সহ সভাপতি।
যদিও ভোটের মুখে শুধুই একতরফা পদ্ম পতাকাই হাতে নেননি সবাই। সম্প্রতি বীরভূমের খয়রাশোলে লোকসভা ভোটের মুখে বিজেপিতে ভাঙন ধরিয়েছে তৃণমূলও। পাঁচড়া পঞ্চায়েত এলাকার ৪০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন শতাব্দী রায়। দুবরাজপুরের নাকড়াকোন্দা অঞ্চলের ৫৫ ও ৫৬ নং বুথ থেকে ২৫টি পরিবার সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা।
আরও পড়ুন, 'জোর করে ভোট পাওয়া যায় না..', দলীয় সভায় 'মনোবল' ধরে রাখতে অনুরোধ বাঁকুড়ার TMC প্রার্থীর
পাশাপাশি বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কীর্ণাহারের গোমাই গ্রামে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন নেতা, কর্মী-সহ বেশ কয়েকজন। বিজেপিত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতা কাজল শেখ। দলে অসম্মানিত বোধ করায়, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, দাবি দলত্যাগীদের। ভোটের আগে এমন দলবদল আরও হবে, দাবি জানিয়েছিল তৃণমূল নেতা কাজল শেখ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।