(Source: ECI/ABP News/ABP Majha)
Lok Sabha Polls 2024: 'জোর করে ভোট পাওয়া যায় না..', দলীয় সভায় 'মনোবল' ধরে রাখতে অনুরোধ বাঁকুড়ার TMC প্রার্থীর
Bankura TMC Candidate Controversy: দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে , বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মন্তব্যে জোর নিশানা, কী বলেছেন তিনি ? যে আক্রমণের মুখে পড়তে হল তাঁকে ?
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী (Bankura Lok Sabha TMC Candidate) মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া বিজেপির। কিন্তু কেন ? শনিবার বাঁকুড়া গোবিন্দনগর বাসসট্যাণ্ডে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে কী বলেছেন তিনি ? যে গেরুয়া শিবিরের তীব্র আক্রমণের মুখে পড়তে হল তাঁকে।
মূলত এদিন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, 'শক্ত থাকুন, মনোবল ঠিক রাখুন, গ্রাম ঠিক রাখুন, বুথ ঠিক রাখুন।মানুষকে বোঝান। জোর করে মানুষের ভোট পাওয়া যায় না। মানুষ স্বেচ্ছায় ভোট দেবে।'তৃণমূল প্রার্থীর এই মন্তব্য ঘিরেই নিশানা গেরুয়া শিবিরে। যদিও পরে সাংবাদিকরা এই বিষয়ে অরূপ চক্রবর্তীকে প্রশ্ন করলে, তিনি বলেন, 'জোর করে তো ভোট হয় না। মানুষ স্বেচ্ছায় ভোট দেবে। আর সেই ভোটের দাম আছে। জোর করে দেওয়া ভোটের দাম নেই।'এরপরেই এরপরেই বিরোধী বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, 'এটা গুজরাত কিংবা সাধু বাবার দেশ উত্তরপ্রদেশ নয়। একদিনে ভোটই করাতে পারছে না, সাত দিন লাগছে।' তবে যাই হোক ভোট শান্তিপূর্ণভাবেই হবে বলে আশ্বাস দেন।
২ সপ্তাহের মাথায় শুরু হতে চলেছে দেশের ভোট মহাযজ্ঞ। তার আগে দলের কর্মীদের মনোবল শক্ত রাখার বার্তা দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। একের পর এক শব্দবন্ধ শোনা গেছে বাঁকুড়ার ডাকসাইটে তৃণমূল নেতার মুখে। অরূপ চক্রবর্তী বলেন, 'দলের এই মুমূর্ষু অবস্থায়, কঠিন অবস্থায় কোনও কর্মীকে বিভাজন হতে দেব না। দরকার হলে পায়ে ধরে নেব।' এবার দলের কর্মীদের মনোবল বাড়ানোর ভোকাল টনিক দিতে শোনা গেল অরূপ চক্রবর্তীকে। অরূপ চক্রবর্তী বলেন,' এবারও কিৎকিৎ খেলা শুরু হবে। আবার ভোট হবে, আবার ঘটনা হবে। কিৎকিৎ খেলায় বিজেপি দশের নীচে নেমে যাবে।'
আরও পড়ুন, ভূপতিনগরে NIA-র উপর হামলার ঘটনায় পদক্ষেপ কমিশনের
অন্যদিকে, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরুপ চক্রবর্ত্তীর বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে 'বিদায়ী' সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী তথা ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকারের কটাক্ষ, 'ভূতের মুখে রাম নাম!'। যা পরিস্থিতি বিজেপির মানুষের সমর্থন দেখেন তৃণমূল নেতৃত্বের মনোবল ভেঙ্গে যাচ্ছে। সে কারণেই মনোবল ঠিক রাখা, গ্রাম-বুথ ঠিক রাখার কথা উনি বলছেন। অন্যদিকে বিজেপির প্রতি মানুষের সমর্থণ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি এই দুইয়ে তৃণমূলের স্বপ্নভঙ্গ হচ্ছে' বলে তিনি দাবি করেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।