Meloni Congratulates Modi: মোদির জয়ে মেলোনির শুভেচ্ছা, ভাল কাজের জন্য জানালেন অভিনন্দন
Narendra Modi: তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথের তোড়জোড় মোদির। সেই আবহেই এবার মোদিকে জয়ের জন্য শুভেচ্ছা জানালেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি।
নয়া দিল্লি: একজন ইতালির প্রধানমন্ত্রী, আরেকজন তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে। ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হতে দেখা যায় ম্যাজিক ফিগার না ছুঁতে পারলেও এনডিএ জোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা পেয়েছে বিজেপি (BJP)। বারাণসী কেন্দ্র থেকে জিতেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথের তোড়জোড় মোদির। সেই আবহেই এবার মোদিকে জয়ের জন্য শুভেচ্ছা জানালেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি (Giorgia Meloni)।
এক্স হ্যান্ডেলে জর্জিয়া মেলোনি বলেন, 'অভিনন্দন নরেন্দ্র মোদি। এই নির্বাচনের বিজয়ে এবং ভালো কাজের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। নিশ্চিত যে আমরা ইতালি ও ভারতকে একত্রিত করে বন্ধুত্বকে শক্তিশালী করতে এবং আমাদের জাতি ও জনগণের মঙ্গলের জন্য বিভিন্ন বিষয়ে সহযোগিতাকে সুসংহত করতে একসঙ্গে কাজ চালিয়ে যাব'।
Congratulazioni a @narendramodi per la nuova vittoria elettorale e i miei auguri più affettuosi di buon lavoro. Certa che continueremo a lavorare insieme per rafforzare l'amicizia che unisce Italia e India e consolidare la cooperazione sui diversi temi che ci legano, per il… pic.twitter.com/v5XJAqkwOz
— Giorgia Meloni (@GiorgiaMeloni) June 4, 2024
পাল্টা ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট মোদির। ভারত-ইটালি সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকারও নিয়েছেন তিনি। ৯ জুন তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন মোদি, এমনটাই খবর সূত্রের।
Thank you for your kind wishes PM @GiorgiaMeloni. We remain committed to deepening India-Italy strategic partnership which is underpinned by shared values and interests. Looking forward to working together for global good. https://t.co/Qe7sFoASfg
— Narendra Modi (@narendramodi) June 5, 2024
একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও লোকসভা ভোটের ফল ঘোষণার পরের দিন থেকেই সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে বিজেপি। আজ রাষ্ট্রপতির হাতে ভোটের ফলের চূড়ান্ত তালিকা তুলে দেবেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। তারপর সবথেকে বেশি ভোট পাওয়া দলকে সরকার গড়ার জন্য ডাকতে পারেন রাষ্ট্রপতি। ১৭ তম লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ১৬ জুন। তার আগেই শপথ নিতে চলেছে নতুন সরকার। আজ সন্ধেয় রাষ্ট্রপতি ভবনে মোদি মন্ত্রিসভাকে নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিকে, তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথের তোড়জোড় মোদির। ইস্তফা দিয়ে রাষ্ট্রপতি ভবনে পৌঁছলেন প্রধানমন্ত্রী। ৯ জুন সন্ধেবেলায় ফের শপথ নিতে পারেন নরেন্দ্র মোদি, খবর সূত্রের। আজই রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের সমর্থনপত্র তুলে দিতে পারেন মোদি। শপথ অনুষ্ঠানের জন্য ৯ জুন পর্যন্ত রাষ্ট্রপতি ভবন সাধারণের জন্য বন্ধ থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে