Murshidabad Lok Sabha Election Result 2024: অধীরের মতোই পরাজয়ের মুখ দেখলেন সেলিমও, মুর্শিদাবাদে কত ব্যবধানে জিতলেন TMC প্রার্থী ?
Election Result 2024 : নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিমের থেকে দেড় লক্ষর বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। এনিয়ে টানা ২ বার নির্বাচিত হলেন তিনি।
মুর্শিদাবাদ : গণনার শুরুতে কিছুটা এগিয়ে গিয়েছিলেন। সেই সময় অনেকেই মনে করেন মুর্শিদাবাদ জেলা থেকে হয়ত অধীর চৌধুরী ও মহম্মদ সেলিম জিততে পারেন। কিন্তু, সেসবে জল ঢেলে দিলেন তৃণমূল প্রার্থীরা। বহরমপুর কেন্দ্রে যেমন পরাজয়ের মুখে পড়তে হল অধীরকে, তেমনই মুর্শিদাবাদ আসনে শিকে ছিঁড়ল না মহম্মদ সেলিমেরও। এই কেন্দ্রে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান। নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিমের থেকে দেড় লক্ষর বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। এনিয়ে টানা ২ বার নির্বাচিত হলেন তিনি। Lok Sabha Election Result 2024
২০০৯ সালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী আবদুল মান্নান হোসেন। ২০১৪ সালে এই আসনে জয়ী হন সিপিএমের বদরুদ্দোজা খান। ২০১৯ সালে এই আসনটি যায় তৃণমূলের দখলে। জয়ী হন আবু তাহের খান। এবারও তাঁর উপরেই ভরসা রাখে রাজ্যের শাসক দল। শেষমেশ সেই আস্থার মর্যাদা রাখলেন আবু তাহের। পুনরায় জয়ী হলেন এই কেন্দ্রে। এই কেন্দ্রে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন- কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী মহম্মদ সেলিম। বিজেপি দাঁড় করিয়েছিল গৌরী শঙ্কর ঘোষকে।
গণনা শেষে দেখা যায়- আবু তাহের খান মোট ৬ লক্ষ ৮২ হাজার ৪৪২টি ভোট পেয়েছেন। অন্যদিকে, মহম্মদ সেলিম পেয়েছেন ৫ লক্ষ ১৮ হাজার ২২৭টি ভোট। অর্থাৎ, সেলিমের থেকে আবু তাহেরের জয়ের ব্যবধান ১ লক্ষ ৬৪ হাজার ২১৫টি ভোট। বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর পেয়েছেন ২ লক্ষ ৯২ হাজার ৩১টি ভোট।
সাতটি বিধানসভা নিয়ে গঠিত এই লোকসভা কেন্দ্র। যার মধ্যে ছয়টি রয়েছে মুর্শিদাবাদ জেলার- ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি বিধানসভা কেন্দ্র। আর নদিয়া জেলায় থাকা করিমপুর বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে। মুর্শিদাবাদ কেন্দ্র একসময় শক্ত বামঘাঁটি ছিল। পঞ্চাশের দশকের একেবারে প্রথমে তৈরি হয় এই লোকসভা কেন্দ্র। আশির দশকের মাঝামাঝি থেকে নব্বইয়ের দশকের একেবারে শেষ পর্যন্ত এই লোকসভা কেন্দ্র টানা দখলে রেখেছিল বামেরা। তৃণমূল এই রাজ্যে ক্ষমতায় আসার পরেও দীর্ঘদিন এই আসন নিজেদেরর দখলে আনতে পারেনি। প্রথমবার এই আসনে তৃণমূল জয় পায় গত লোকসভা নির্বাচনে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।