Vote from Home: বাড়ি থেকেই ভোট, বয়স্ক এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য বিশেষ সুবিধা
Lok Sabha Elections 2024: ৮৫ বছরের বেশি বয়স যাঁদের, শারীরিক ভাবে যাঁরা অক্ষম, তাঁদের জন্য এই বিশেষ ব্যবস্থা।
নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে ভোট দিতে বুথে যেতে হবে না বয়স্কদের। ভিন্ন ভাবে সক্ষম ব্যক্তিরাও বাড়ি থেকে ভোট দিতে পারবে (Vote from Home)। নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ করবে তাঁদের। ৮৫ বছরের বেশি বয়স যাঁদের, শারীরিক ভাবে যাঁরা অক্ষম, তাঁদের জন্য এই বিশেষ ব্যবস্থা। ১৯ এপ্রিল থেকে মোট সাত দফায় নির্বাচন দেশে। প্রথম দফা থেকেই এই সুবিধা প্রদান করবে কমিশন। (Lok Sabha Elections 2024)
শনিবার দিল্লির বিজ্ঞানভবনে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার জানান, 'ভোট ফ্রম হোমে'র ব্যবস্থা করা হচ্ছে। ৮৫ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স এবং শারীরিক ভাবে অক্ষম যাঁরা তাঁদের বুথে গিয়ে ভোট দিতে হবে না। 'ভোট ফ্রম হোমে'র আওতায় এই প্রথম বাড়ি থেকেই ভোটদান করতে পারবেন তাঁরা। (Election Commission)
এই প্রথম দেশে 'ভোট ফ্রম হোমে'র ব্যবস্থা করা হল। কমিশন জানিয়েছে-
১) ৮৫ বছরের ঊর্ধ্বে বয়স যাঁদের, তাঁরা চাইলে বাড়ি থেকেই ভোট দিতে পারেন। পাশাপাশি, শারীরিক ভাবে অক্ষম যাঁরা, শরীরের ৪০ শতাংশ যাঁদের অক্ষম, তাঁরাও বাড়ি থেকে ভোট দিতে পারবেন।
২) ভোটকেন্দ্রে স্বেচ্ছাসেবকরা মোতায়েন থাকবেন। হুইলচেয়ারের ব্যবস্থা থাকবে। ভোট দিতে গেলেও সেক্ষেত্রে বয়স্ক এবং শারীরিক ভাবে অক্ষমদের অসুবিধা হবে না।
৩) শারীরিক ভাবে অক্ষম যাঁরা এবং বয়স ৮৫ বছর পেরিয়েছে, তাঁদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য পরিবহণেরও ব্যবস্থা করে দেবে কমিশন।
৪) বিশেষ ভাবে সক্ষমদের জন্য ভোটকেন্দ্রে কী কী সুবিধা থাকছে, তা জানতে 'সক্ষম' অ্যাপ ব্যবহার করা যাবে।
১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ১৮তম লোকসভা নির্বাচন। ২০২৪-এ গোটা দেশের ৫৪৩টি আসনে লোকসভা নির্বাচন হবে সাত দফায়। নির্বাচন শেষ হবে ১ জুন। ৪ জুন ফল ঘোষণা হবে। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গে ৭ দফায় নির্বাচন।
জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। ৭ মে তৃতীয় দফায় ভোট হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। চতুর্থ দফায় ১৩ মে ভোট হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূমে। ২০ মে পঞ্চম দফায় ভোট হবে শ্রীরামপুর, ব্য়ারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগে। ২৫ মে ষষ্ঠ দফায় ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, তমলুক, কাঁথি, ঘাটাল এবং ১ জুন সপ্তম দফায় ভোট হবে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ডহারবার, মথুরাপুর, যাদবপুর। লোকসভা ভোটের সঙ্গেই দেশজুড়ে ২৬টি কেন্দ্রে উপনির্বাচন হবে, বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।