Loksabha Election 2024: শিল্পকে বাঁচিয়ে তোলার উদ্যোগ নেওয়া হবে, গঙ্গাবক্ষে ভোটপ্রচারে আশ্বাস লকেটের
Locket Chatterjee: ভোটে জিতলে গঙ্গা ভাঙন ও বলাগড়ের নৌকা শিল্পকে বাঁচিয়ে তোলার উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন হুগলির বিজেপি প্রার্থী।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হুগলি (Hooghly) লোকসভার অন্তর্গত চারটি বিধানসভাই গঙ্গাপারে। তাই পয়লা বৈশাখের দিন জলপথে প্রচার করলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। গঙ্গাবক্ষে প্রচারের ফাঁকেই চলল নববর্ষ পালন। ঢাক বাজালেন লকেট। চন্দননগর রানিঘাট থেকে নৌকায় চড়ে গেলেন চুঁচুড়ায়। ভোটে জিতলে গঙ্গা ভাঙন ও বলাগড়ের নৌকা শিল্পকে বাঁচিয়ে তোলার উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন হুগলির বিজেপি প্রার্থী।
গঙ্গাবক্ষে প্রচারে লকেট: হুগলি লোকসভার মধ্যে চারটি এমন বিধানসভা রয়েছে যার অবস্থান গঙ্গার পারে। চন্দননগর, চুঁচুড়া, সপ্তগ্রাম ও বলাগড় বিধানসভা গঙ্গার পশ্চিমপাড়ে অবস্থিত। গঙ্গা পাড়ে বসতিও অনেক। সেই সব ভোটারের কাছে পৌঁছে যেতে রবিবাসরীয় প্রচারে জলপথকে বেছে নেন লকেট চট্টোপাধ্যায়। এদিন বাংলা নববর্ষের অনুষ্ঠান পালন করা হয় বিজেপি হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে। বিজেপি মহিলা মোর্চার সদস্যরা লাল সাদা শাড়িতে কুলো হাতে নববর্ষে অনুষ্ঠান করেন। গনেশ পুজো হয়। নববর্ষের অনুষ্ঠানেই বাজালেন ঢাক।
ভোটপ্রচারে কী প্রতিশ্রুতি?
বলাগড়ে গঙ্গার ভাঙন একটা বড় সমস্যা। সেই জায়গায় এদিন নৌকা করে যাচ্ছেন না লকেট চট্টপাধ্যায়। বলাগড়ে নৌকা শিল্প ধুঁকছে বহুদিন ধরে। তার জন্য ভাবনার কথা শোনালেন বিজেপি প্রার্থী। লকেট বলেন, "বলাগড়ের ভাঙন নিয়ে রাজ্য সরকার উদাসীন। কেন্দ্রর টাকা খরচ করেনি রাজ্য। ২০২৪ সালে কেন্দ্রে সরকার তৈরির পর কথা বলব সরাসরি কোনো কাজ করা যায় কিনা।'' গত পাঁচ বছর তিনি সাংসদ ছিলেন তখন কেন উদ্যোগ নেননি? উত্তরে লকেট বলেন, "আমি সংসদে তুলেছি। পঞ্চায়েতের একটা মিটিংয়ে গিয়েছিলাম, শেষমেশ সেটা হয়নি। কেন্দ্র টাকা দিলেও তা রাজ্যের মাধ্যমে খরচ হয়। এবার জিতলে দেখব অন্য কোনও পথ আছে কি না।'' বলাগড়ের নৌ শিল্পকে বাঁচাতে শিল্পীদের বিশ্বকর্মা যোজনার মধ্যে নিয়ে এসে তিন লক্ষ টাকার ঋণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
এর আগে জমি-আন্দোলনের আঁতুড়ঘর সিঙ্গুরে দাঁড়িয়ে টাটা শিল্পগোষ্ঠীকে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েথিলেন লকেট চট্টোপাধ্যায়। সিঙ্গুরের গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে গিয়ে জনসংযোগ সারেন। সেখানেই প্রতিশ্রুতি দেন ভোটে জিতলে সিঙ্গুরে টাটাকে ফিরিয়ে আনা হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Bankura News: ভোট বড় বালাই, র্যালিতে জুতো পালিশ বাঁকুড়ার বিজেপি প্রার্থীর