Loksabha Election 2024: শুরু লোকসভা নির্বাচন, প্রথম দফায় ২১ রাজ্য ১০২ কেন্দ্রে ভোটগ্রহণ
Loksabha Poll 2024: আজ শুরু হল মহারণ, প্রথম দফায় ভোট কোচবিহার-জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে। পাশাপাশি দেশের ২১ রাজ্যে চলছে ভোটগ্রহণ
কলকাতা: শুরু অষ্টাদশ লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। প্রথম দফায় ২১ রাজ্য ১০২ কেন্দ্রে ভোটগ্রহণ। বাংলায় ভোট উত্তরের ৩ কেন্দ্রে। একইসঙ্গে সিকিম-অরুণাচলেও বিধানসভা নির্বাচন।
শুরু লোকসভা নির্বাচন: ৫৪৩ আসনের মধ্যে প্রথম দফায় ১০২ কেন্দ্রে ভোট শুরু হল। এদিনই সিকিম এবং অরুণাচলেও রয়েছে বিধানসভা নির্বাচন। সবক্ষেত্রেই নির্বাচন কমিশনের লক্ষ্য অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন। এদিন সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোট শেষ হবে সন্ধে ৬টায়। প্রথম দফার নির্বাচনে ১৮ লক্ষের বেশি ভোট কর্মী মোতায়েন করেছে কমিশন। সারা দেশে লাইনে দাঁড়াবেন ১৬ কোটির বেশি ভোটার। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮ লক্ষ, মহিলা ভোটারের সংখ্যা ৮ লক্ষ। পাশাপাশি ১১ হাজার ৩১৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।
কোন রাজ্যে কত আসনে ভোট?
প্রথম দফায় তামিলনাড়ুর ৩৯, উত্তরাখণ্ডের ৫, অরুণাচল প্রদেশের ২, মেঘালয়ের ২, আন্দামান নিকোবরের ১, মিজ়োরামের ১, নাগাল্যান্ডের ১, পন্ডিচেরির ১, সিকিমের ১, লাক্ষাদ্বীপের ১টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এরাজ্যের তিনটি কেন্দ্রের পাশাপাশি রাজস্থানের ১২, উত্তরপ্রদেশের ৮, মধ্যপ্রদেশের ৬, অসম এবং মহারাষ্ট্রের প্রত্যেকটিতে ৫টি, বিহারের ৪, মণিপুরের ২, ত্রিপুরা, জম্মু কাশ্মীর, ছত্তিসগড়ের প্রত্যেকটিতে একটি আসনে ভোট হচ্ছে।
মণিপুরের ২টি আসন রয়েছে। ইনার মণিপুর এবং আউটার মণিপুর। কিন্তু মণিপুরের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আউটার মণিপুরে ২ দফায় ভোট গ্রহণ হবে। আজ প্রথম দফায় ইনার মণিপুরে ভোট রয়েছে। পাশাপাশি আউটারের মণিপুরের একাংশে ভোট রয়েছে আজ। আরেক অংশে ভোট হবে দ্বিতীয় দফায় অর্থাৎ ২৬ এপ্রিল।
এরাজ্যে প্রথম দফায় কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার আসনে ভোট। কোচবিহারে সবথেকে বেশি ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রায় সাড়ে ৪ হাজার রাজ্য পুলিশ থাকছে ভোটের নিরাপত্তায়। কোচবিহারে মোট বুথের সংখ্যা ২ হাজার ৪৩। জলপাইগুড়িতে ৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ৩ হাজার ৪৭৫ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকার কথা। জলপাইগুড়িতে মোট বুথের সংখ্যা ১ হাজার ৯০৪। আলিপুরদুয়ারে ৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আলিপুরদুয়ারে মোট বুথের সংখ্যা ১ হাজার ৮৬৭।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: ভোটকেন্দ্রেই অসুস্থ, মাথাভাঙায় CRPF জওয়ানের অস্বাভাবিক মৃত্যু