(Source: Poll of Polls)
Loksabha Election 2024 Opinion Poll : '৪ জুন ৪০০ পার' হবে বিজেপির? বঙ্গে গেরুয়া ঝড় নাকি সবুজ বিপ্লব? ২৪ এর ভোটের সম্ভাব্য স্কোরকার্ড একনজরে
Loksabha Election Result 2024 : লোকসভা ভোট হোক বা বিধানসভা কিংবা পঞ্চায়েতের লড়াই। ভোটের ফল বেরনোর আগে, ওপিনিয়ন পোলের মাধ্যমে বিভিন্ন সমীক্ষক সংস্থা ভোটারদের মন বোঝার চেষ্টা করে।
কলকাতা : ২ দিন পরেই ভোটের প্রথম দফা। সব দলের প্রস্তুতি তুঙ্গে। তার আগে মানুষের মন বুঝতে সমীক্ষা চালিয়েছে সি ভোটার। ৪২ টি লোকসভা কেন্দ্রে কী হতে পারে, তার আঁচ দিতে সমীক্ষা চালিয়েছে সি ভোটার। সি ভোটারের সমীক্ষকরা রাজ্যের বিয়াল্লিশটা কেন্দ্রকে তিনটে ভাগে ভাগ করেছেন। যদিও এই সমীক্ষার সঙ্গে আমাদের এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই। সি ভোটারের সমীক্ষায় উঠে এসেছে -
২০২৪ এর লোকসভা ভোটের ফলে সারা দেশের ছবিটা কেমন হবে
- লোকসভার ৫৪৩টি আসনের মধ্য়ে ৩৬২টি আসনে জিততে পারে NDA
- UPA ১৪৯টি আসন পেতে পারে।
- অন্য়ান্য় দল ৩২টি আসন পেতে পারে।
বাংলার ৪২ টি আসনের সম্ভাব্য ফল
- দার্জিলিঙে সম্ভাব্য় জয়ী বিজেপির রাজু বিস্তা।
- কোচবিহার ফের জিততে পারেন, বিজেপির নিশীথ প্রামাণিক।
- আলিপুরদুয়ারে এবার জিততে পারেন বিজেপির মনোজ টিগ্গা।
- জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে জিততে পারেন বিজেপির জয়ন্ত রায়।
- মালদা উত্তর জিততে পারেন বিজেপির খগেন মুর্মু।
- মালদা দক্ষিণে জোর টক্করের পর এবার জয়ী হতে পারেন কংগ্রেসের ইশা খান চৌধুরী
- জঙ্গিপুরে জিততে পারেন, তৃণমূলের খলিলুর রহমান।
- মুর্শিদাবাদে জয়ী হতে পারেন তৃণমূলের আবু তাহের খান।
- কলকাতা উত্তরে ফের জয়ী হতে পারেন তৃণমূলের সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়।
- কলকাতা দক্ষিণে সম্ভাব্য় জয়ী তৃণমূলের মালা রায়।
- দমদমে জয়ী হতে পারেন তৃণমূলের সৌগত রায়।
- যাদবপুরে জয়ী হতে পারেন সায়নী ঘোষ।
- ব্যারাকপুরেএবার ফের জয়ী হতে পারেন বিজেপির অর্জুন সিং।
- বনগাঁ লোকসভা কেন্দ্রে এবারও জিততে পারেন বিজেপির শান্তনু ঠাকুর।
- হাওড়ায় এবার জিততে পারেন তৃণমূলের প্রসূন বন্দ্য়োপাধ্য়ায়।
- উলুবেড়িয়ায় জিততে পারেন, তৃণমূলের সাজদা আহমেদ।
- বিষ্ণুপুরে জয়ী হতে পারেন, বিজেপির সৌমিত্র খাঁ।
- বসিরহাটে জিততে পারেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম।
- বারাসাতে ফের জয়ী হতে পারেন কাকলি ঘোষ দস্তিদার।
- ঝারগ্রামে জয়ী হতে পারেন বিজেপির প্রণত টুডু।
- রানাঘাটে এবার ফের জয়ী হতে পারেন বিজেপির জগন্নাথ সরকার।
- দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে জিততে পারেন তৃণমূলের বাপি হালদার।
- জয়নগরে হ্যাটট্রিক করতে পারেন তৃণমূলের প্রতিমা মণ্ডল
- আরামবাগে জয়ী হতে পারেন, বিজেপির অরূপকান্তি দিগাঅধীর
- বীরভূমে ফের জয়ী হতে পারেন তৃণমূলের শতাব্দী রায়।
- অধীরের চৌধুরীর খাসতালুক, বহরমপুরে সম্ভাব্য় জয়ী অধীর চৌধুরী।
- তারকাখচিত হুগলি কেন্দ্রে বিজয়ী হতে পারেন বিজেপির লকেট চট্টোপাধ্য়ায়।
- বাঁকুড়ায় জিততে পারেন বিজেপির সুভাষ সরকার।
- বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে জিততে পারেন বিজেপির দিলীপ ঘোষ।
- মেদিনীপুরে এবার জয়ী হতে পারেন বিজেপির অগ্নিমিত্রা পাল।
- কাঁথিতে জিততে পারেন বিজেপির সৌমেন্দু অধিকারী।
- আসানসোলে জয়ী হতে পারেন তৃণমূলের শত্রুঘ্ন সিন্হা।
- ঘাটালে জোর টক্করের পর জয়ী হতে পারেন তৃণমূলের দেব।
- কৃষ্ণনগর কেন্দ্রে জয়ী হতে পারেন তৃণমূলের মহুয়া মৈত্র।
- ডায়মন্ত হারবারে জয়ী হতে পারেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।
- তমলুকে জিততে পারেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
- শ্রীরামপুরে ফের জিততে পারেন তৃণমূলের কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়।
- পুরুলিয়ায় জয়ী হতে পারেন বিজেপির জ্য়োতির্ময় সিং মাহাতো।
- দেবশ্রী চৌধুরীর ছেড়ে আসা কেন্দ্র রায়গঞ্জে জয়ী হতে পারেন বিজেপির কার্তিক পাল।
- বোলপুরে এবার জয় পেতে পারেন এখানে জয়ী হতে পারেন তৃণমূলের অসিত মাল।
- বালুরঘাটে ভোটের ফলে শেষ হাসি হাসতে পারেন বিজেপির সুকান্ত মজুমদার।
- বর্ধমান পূর্বে এবার জোর টক্কর, জয়ী হতে পারেন তৃণমূলের শর্মিলা সরকার।
- উত্তরবঙ্গের রায়গঞ্জ, মালদা উত্তর, আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, দমদম , যাদবপুর , এবং কলকাতা দক্ষিণে এই ছ'টি আসনেই জোরদার ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলেছে সমীক্ষায়।
এবার ভোটের গুরুত্বপূর্ণ ইস্যু ও মানুষের মতামত
ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বঙ্গরাজনীতির আকাশে-বাতাসে। আর সে নিয়েই সমীক্ষা চালিয়েছিল সি ভোটার। জনমত সমীক্ষায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। -
'CAA' নাকি সন্দেশখালিকাণ্ড -সংরক্ষণ কোনটা বেশি গুরুত্বপূর্ণ হবে বাংলায় লোকসভা ভোটে?
সি ভোটারের এই প্রশ্নের উত্তরে ২৭ শতাংশ মনে করছেন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে সন্দেশখালি। ২৪ শতাংশ মনে করছেন সিএএ বড় ফ্যাক্টর হতে পারে। ২১ শতাংশ মনে করছেন দুটো ইস্যু গুরুত্বপূর্ণ হতে চলেছে। ২৮ শতাংশ বলতে পারব না, এমনটাই জানিয়েছেন।
-
'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের টাকা দ্বিগুণ হওয়ায় লোকসভা ভোটে কি তৃণমূল লাভবান হবে ?
সমীক্ষায় অংশগ্রহণকারীরা মনে করছেন ৫০ শতাংশ মানুষই মনে করছেন তৃণমূল এতে স্পষ্ট লাভবান হবে। ৩৭ শতাংশ মানুষ মনে করছেন তা হবে না। ১৩ শতাংশ মানুষ বলতে চাননি।
-
বিচারপতির পদে ইস্তফা দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় রাজনীতিতে যোগ দেওয়ায় কি লোকসভা ভোটে বিজেপির লাভ হবে?
বিজেপির লাভ হবে বলেই মনে করছেন ৪৭ শতাংশ মানুষ। ৪২ শতাংশ মানুষ মনে করছেন, না এতে বিজেপির বিশেষ লাভ হবে না। আর ১১ শতাংশ মানুষ উত্তর দিতেই চাননি।
-
দেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনি কাকে দেখতে চান?
এই প্রশ্নের উত্তর নির্বাচনী ফলাফলে জানা যাবে তা অবশ্যম্ভাবী। তবে সি ভোটারের সমীক্ষায় কোন নেতা এগিয়ে? রিপোর্ট অনুযায়ী, ৫২ শতাংশ চাইছেন দিল্লির মসনদে ফিরুন নরেন্দ্র মোদি, ১৯ শতাংশ চাইছেন রাহুল গাঁধীকে, ১৮ শতাংশ দেখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, ২ শতাংশ চাইছেন অরবিন্দ কেজরিওয়ালকে, ৩ শতাংশ এঁদের মধ্যে কারওকেই চাইছেন না, ৬ শতাংশ উত্তর দিতে পারেননি।
শেষ অবধি কী হবে, তা বোঝা যাবে ৪ জুন ফল ঘোষণার দিন।
আরও পড়ুন, লোকসভা নির্বাচনে রেকর্ড আসনে জয় বিজেপির? কত আসন পেতে পারে কংগ্রেস? কী বলছে সমীক্ষা?