ABP Cvoter Opinion Poll: লোকসভা নির্বাচনে রেকর্ড আসনে জয় বিজেপির? কত আসন পেতে পারে কংগ্রেস? কী বলছে সমীক্ষা?
ABP Cvoter Opinion Poll 2024: উত্তরের আভাস পেতে বেশ কয়েকটি সমীক্ষা করা হয়েছে। এর মধ্যে সি ভোটারের সমীক্ষায় উঠে এসেছে তেমনই কিছু উত্তর।
কলকাতা: আর বাকি কয়েকটি দিন। যুদ্ধক্ষেত্র তৈরি। চ্যালেঞ্জ-পাল্টা চ্যালেঞ্জে উত্তাপ রাজ্যে রাজ্যে। দেশজুড়ে শুরু হয়ে যাচ্ছে লোকসভা ভোট (Lok Sabha Election)। এর আগে দেশজুড়ে মানুষের মনে প্রশ্ন ঘুরছে একাধিক। তারই আভাস পেতে বেশ কয়েকটি সমীক্ষা করা হয়েছে। এর মধ্যে সি ভোটারের সমীক্ষায় উঠে এসেছে তেমনই কিছু উত্তর।
কোন দল কতগুলো আসন পেতে পারে? (সি ভোটারের সমীক্ষা অনুযায়ী)
সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এনডিএ পেতে পারে, ৩৭৩টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে ১৫৫টি আসন, অন্যান্যরা ১৫টি।
কোন দলের ঝুলিতে কত শতাংশ ভোট যেতে পারে?
এনডিএ জোট পেতে পারে ৪৭ শতাংশ ভোট, ৪০ ভোট পেতে পারে ইন্ডিয়া জোট, ১৩ শতাংশ পেতেপারে অন্যান্যরা।
মোদির নেতৃত্বে NDA কি চারশো পেরোতে পারবে?
সি ভোটারের সমীক্ষা অনুযায়ী ৩২৩টি আসন পেতে পারে বিজেপি, ৬৫টি আসন পেতে পারে কংগ্রেস।
দল হিসেবে বিজেপি এবং কংগ্রেস কত আসন পেতে পারে, তা নিয়েও আগ্রহ রয়েছে অনেকেরই। তারও আভাস পাওয়ার চেষ্টা করেছেন সমীক্ষকরা। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এবারের লোকসভা ভোটে বিজেপি একাই পেতে পারে ৩২৩টি আসন। অর্থাৎ ২০১৯-এর লোকসভা ভোটের তুলনায় ২০টি বেশি। আর কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৬৫টি আসন। অর্থাৎ গতবারের তুলনায় ১৩টি বেশি। সমীক্ষা অনুযায়ী, বিজেপি ৪০ শতাংশ এবং কংগ্রেস ১৯ শতাংশ ভোট পেতে পারে।
অন্যদিকে, পিপলস ইনসাইট, পোলস্ট্র্যাটের সমীক্ষা অনুযায়ী,
কোন দল কত আসন পেতে পারে
মোট আসন ৫৪৩, ম্যাজিক ফিগার- ২৭২
এনডিএ - ৩৬২
ইন্ডিয়া জোট- ১৪৯
অন্যান্য- ৩২
পশ্চিমবঙ্গে কোন দলের কত আসন?
মোট আসন- ৪২
তৃণমূল- ২১
বিজেপি- ২০
ইন্ডিয়া- ১
সিএনএক্স এর সমীক্ষা অনুযায়ী,
কোন দল কত আসন পেতে পারে?
এনডিএ- ৩৯৩
ইন্ডিয়া- ৯৯
অন্যান্য- ৫১
পশ্চিমবঙ্গে কোন দলের কত আসন?
বিজেপি- ২৩
তৃণমূল- ১৯
অবশ্য শেষ অবধি কী হবে, তা বোঝা যাবে ৪ জুন ফল ঘোষণার দিন।
আরও পড়ুন, 'মোদির গ্যারান্টি' না 'মমতার গ্যারান্টি'-লোকসভা ভোটে কাকে ভরসা? কী বলছে সি ভোটারের সমীক্ষা?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে