Loksabha Elections 2024: "চোরেরা জ্ঞান দিতে আসবে না", ইভিএম নিয়ে কংগ্রেস ও তৃণমূলকে তোপ রাজু বিস্তার
Loksabha Elections 2024: ইভিএম মেশিনে কারচুপি করে বিজেপি দেশের ক্ষমতায় বারবার ফিরছে বলে অভিযোগ বিরোধীদের। মঙ্গলবার সেই বিষয় নিয়ে কংগ্রেস সহ বিরোধী দলগুলিকে আক্রমণ করলেন দার্জিলিঙের বিজেপি প্রার্থী।
দার্জিলিং: ২০১৪ সালের পর থেকে ইভিএম (EVM) মেশিনে কারচুপি করে বারবার ক্ষমতায় আসার অভিযোগ উঠেছে বিজেপির (BJP) বিরুদ্ধে। এবারও লোকসভা নির্বাচনের (Loksabha Elections 2024) দিন ঘোষণার আগেই কংগ্রেস (Congress) ও তৃণমূল (TMC) সহ বিরোধী দলগুলির তরফে ফের একই অভিযোগ তোলা হয়। দাবি করা হয়, ইভিএমের বদলে ব্যালট পেপারে ভোট হলে সহজেই ক্ষমতাচ্যুত হবে বিজেপি। কারণ কারচুপির সুযোগ কম থাকবে।
তাই ইভিএমের সাহায্যে ফের বিজেপি যাতে দেশের ক্ষমতায় ফিরতে না পারে তার জন্য সম্প্রতি সরব হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) থেকে শুরু করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। মঙ্গলবার কার্শিয়াঙে ভোট প্রচারে বেরিয়ে এই বিষয় নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন দার্জিলিঙের সাংসদ ও বিজেপির লোকসভা প্রার্থী রাজু বিস্তা (Darjeeling MP Raju Bista)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "যারা চোর তারা আমাদের উপর অভিযোগ তুলবে না। ওদের চুরি করে ধরা পড়ার বিষয়টি ইতিহাসে রয়েছে। কংগ্রেস তো গোটা দেশকেই চুরি করছিল। আর তৃণমূল কংগ্রেসের চুরির ছবি তো প্রতিদিন সবাই দেখতেই পাচ্ছে। তাই ওদের বলব অন্তত আমাদের অযথা জ্ঞান দিতে আসবে না।"
#WATCH | West Bengal | Kurseong, Darjeeling: On opposition's EVM allegations against BJP, party Lok Sabha candidate from Darjeeling Raju Bista says, "Those who are thieves should not put allegations on us. They have been caught stealing in history...Congress has done the stealing… pic.twitter.com/fAqRXj8YV0
— ANI (@ANI) April 23, 2024
কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে রাজু বিস্তা আরও বলেন, "ওনার স্বাভাবিক জ্ঞানবুদ্ধিই নেই। উনি দেশের ভূগোল সম্পর্কে কিছুই বোঝেন না। তাই সমীক্ষা আর পড়াশোনা করে কী হবে? তিনি আমার থেকেও বড়, সেই সম্মান দিয়েই আমি বলতে চাই যে উনি রাজনীতির জন্য তৈরি হননি। ওনাকে জোর করে রাজনীতিতে ঠেলে দেওয়া হয়েছে।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।