(Source: ECI/ABP News/ABP Majha)
Mamata Banerjee : '১২০০ টাকার গ্যাসে জ্বলছে বিনা পয়সার চাল' জলপাইগুড়ি থেকে কেন্দ্রকে ক্ষুরধার আক্রমণ মমতার
Mamata Banerjee On Price Hike : 'আমি বিজেপিকে বলি ওহে নন্দলাল, ১২০০ টাকার গ্যাসে জ্বলছে বিনা পয়সার চাল'
আশাবুল হোসেন, কলকাতা : কোচবিহারের পর জলপাইগুড়ি। পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll ) প্রচারের দ্বিতীয় দিনেও ফের স্বচ্ছতার আশ্বাস দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । সেই সঙ্গে মোদি সরকারকে করলেন তুলোধনা। মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্রকে ক্ষুরধার আক্রমণ করলেন মমতা।
'আমাদের থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে'
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের আগাগোড়া জুড়েই ছিল কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। এদিন মালবাজার থেকে তিনি আবারও তোলেন ১০০ দিনের কাজ বাবদ টাকা না পাওয়ার অভিযোগ। তিনি বলেন, 'আজ দেশে একটি ট্যাক্স আছে, জিএসটি। আমাদের থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমাদের টাকা দিচ্ছে না। ১০০ দিনের দিচ্ছে না। যে টাকা দেয়, তা দিয়েই স্কলারশিপ দেওয়া হয়, কিন্তু দিচ্ছে না। আমেরিকায় কত দিয়েছেন? রাশিয়া থেকে কত দিয়ে কিনেছেন? '
'টমেটো ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি'
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে টমেটো ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ। বললেন, ' যে টাকাটা আপনারা পাননি, আমরা ছিনিয়ে আনবাই, টমেটো ১২০ টাকা, কী বিজেপি, বিনা পয়সায় চাল, ১২০০ টাকার গ্যাসে জ্বলছে বিনা পয়সার চাল। মোদি আসার আগে গ্যাসের দাম ছিল ৪০০ টাকা, আজ হয়েছে ১২০০ টাকা।'
'১২০০ টাকার গ্যাসে জ্বলছে বিনা পয়সার চাল'
তিনি আরও বলেন, 'গ্রামে গ্রামে বার্তা রটিয়ে দিন, ওরা অনেক লোক নিয়ে বাইরে থেকে ঢুকবে। ঢুকতে দেবেন না। নিজের এলাকা নিজে সামলান। আমি বিজেপিকে বলি ওহে নন্দলাল, ১২০০ টাকার গ্যাসে জ্বলছে বিনা পয়সার চাল। লজ্জা করে না?তাহলে কি কাঠ কেটে জ্বালাবে?'
সোমের মতো মঙ্গলেও মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেন ২০২৪ এই কেন্দ্র থেকে বিজেপি বিদায় নেবে। সেই সঙ্গে ডাক দিলেন, 'এক-দুই তিনটে ভোট দিন, এক দুই তিন বিজেপিকে বিদায় দেওয়ার দিন, এক দুই তিন, কংগ্রেস সিপিএমকে বিদায় দেওয়ার দিন। ' প্রত্যয়ী কণ্ঠে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপির আয়ু আর ৬ মাস। কেন্দ্রে থাকবে আর মাত্র ৬ মাস। আগামী বছর ফেব্রুয়ারি, মার্চে লোকসভা নির্বাচন হবে। এবং তাতে ভারতবর্ষকে যদি আমি চিনে থাকি, ধুয়ে যাবে। '
বিজেপিকে আক্রমণ করে তিনি আরও বলেন, ' সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বেশি বন্দুকধারী কারা, দেশের টাকা লুঠ করেছে কারা, ভাজপা-আবার কারা! টোমাটোর রং লাল, দেশবাসী রেড সিগন্যাল দিয়ে দিয়েছে। '
এরপরই জলপাইগুড়ি থেকে বাগডোগরায় যাওয়ার পথে প্রতিকূল আবহাওয়ার মধ্য়ে পড়ল মুখ্য়মন্ত্রীর হেলিকপ্টার। জরুরি অবতরণ করতে হল সেবক এয়ারবেসে। মুখ্য়মন্ত্রীর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, কপ্টার থেকে নামতে গিয়ে তাঁর কোমরে চোট লেগেছে। ফোন করে খোঁজ নেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর জন্য এসএসকেএমে ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকের টিম গঠন করা হয়।