Mamata Banerjee Health: মুখ্যমন্ত্রীর বাঁ পায়ে ব্যথা রয়েছে, শারীরিক অবস্থা স্থিতিশীল, জানানো হল মেডিক্যাল বুলেটিনে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল বুলেটিন। তাঁর বাঁ পায়ে প্রচণ্ড ব্যথা রয়েছে। রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন করা হচ্ছে।
কলকাতা: গতকাল নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দিয়ে ফেরার সময় আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। তাঁর বাঁ পায়ে চোট লাগে। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। এদিন দুপুরে হাসপাতালের পক্ষ থেকে মেডিক্যাল বুলেটিন জারি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর বাঁ পায়ে প্রচণ্ড ব্যথা রয়েছে। হাড়ের চোটের কারণে এমআরআই করা হয়েছে। মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য ছয় চিকিৎসকের একটি দল গঠন করা হয়েছে। মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর শরীরে সোডিয়ামের মাত্রা কিছুটা কম রয়েছে। আরও বেশ কিছু পরীক্ষা করা হবে। বিকেলে আবার বসবে মেডিক্যাল বোর্ড।
এর আগে হাসপাতাল সূত্রে খবর পাওয়া গিয়েছিল যে, তাঁর বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। ওই পায়ের পেশিতেও চোট লেগেছে। মুখ্যমন্ত্রীর বাঁ পা ফুলে রয়েছে। গতকাল রাতে এমআরআই-এর পর পায়ে টেম্পোরারি প্লাস্টার করা হয়েছে। শুরু হয়েছে অ্যান্টিবায়োটিক। পায়ের ফোলা ভাব কমলে আজ প্লাস্টার করা হতে পারে। আঘাত লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান কাঁধ ও কনুইয়ে। চোট রয়েছে ঘাড়েও। রাতে মুখ্যমন্ত্রীকে ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ইসিজি রিপোর্ট সন্তোষজনক হলেও, বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের কথা মুখ্যমন্ত্রী চিকিত্সকদের জানিয়েছেন। বুকে ব্যথার কারণ আঘাতজনিত কিনা জানতে সিটি স্ক্যান করা হবে।এছাড়া, আজ আবার করা হবে ইসিজি। করা হতে পারে ইকো-ও। রক্তের একাধিক রুটিন পরীক্ষা করা হবে। মুখ্যমন্ত্রীকে ৪৮ থেকে৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্সকেরা।
দিনভর মন্দিরে পুজো থেকে ধর্মানুষ্ঠান। তারপর নন্দীগ্রাম থেকে হলদিয়া গিয়ে মনোনয়ন দাখিল। তারপর নন্দীগ্রাম ফিরে আসা। গতকাল নন্দীগ্রামে থাকার কথা ছিল মমতার। কিন্তু, গতকাল সন্ধেয় আচমকাই আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়। মাথায়, পায়ে ও কোমরে চোট পেয়ে নন্দীগ্রাম থেকে কলকাতায় ফিরিয়ে আনা হয় তৃণমূল নেত্রী তথা নন্দীগ্রামের প্রার্থীকে।বুধবার হলদিয়ায় মনোনয়নপত্র পেশের পর নন্দীগ্রামে ফিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাতে নন্দীগ্রামের রেয়াপাড়ার ভাড়াবাড়িতে থাকার কথা ছিল তাঁর।সন্ধেয় নন্দীগ্রামের কয়েকটি মন্দিরে যান তিনি। রানিচকের একটি মন্দির থেকে ফেরার সময় বিড়ুলিয়া বাজারে গাড়ি থেকে নামেন মুখ্যমন্ত্রী।তখনই এই ঘটনা ঘটে।