Mamata Banerjee Nomination LIVE: মনোনয়ন জমা দেওয়ার পর রেয়াপাড়ায় কালীমন্দিরে মমতা
Mamata Banerjee Nandigram Nomination and Haldia Road Show LIVE Updates:রাজ্যে ২৯৪ টি বিধানসভা আসনের মধ্যে হাইভোল্টেজ লড়াই এবার নন্দীগ্রামে। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী।
LIVE

Background
Mamata Banerjee Nomination LIVE: কালীমন্দিরে মমতা
নন্দীগ্রামে রেয়াপাড়ায় কালীমন্দিরে মমতা
Mamata Banerjee Nomination LIVE:আগামীকাল কলকাতায় ফিরবেন মমতা
নন্দীগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিলেন হলদিয়ায় মহকুমা শাসকের অফিসে। দুপুরে বাড়ি থেকে বেরিয়ে নন্দীগ্রামে শিবমন্দিরে পুজো দেন তিনি। তারপর চলে যান হলদিয়ায়। সেখানে থেকে রোড শো করে হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল ফিরবেন কলকাতায়।
Mamata Banerjee Nomination LIVE:'প্রস্তাবকের তালিকায় শহিদ পরিবারের মেয়ে'
মনোনয়ন পেশ করে মমতা বললেন, আমার মনোনয়নপত্রে চার প্রস্তাবকের মধ্যে শহিদ পরিবারের এক মেয়ে। আর একজন শেখ সুফিয়ান। তিনি আমার নির্বাচনী এজেন্ট।
Mamata Banerjee Nomination LIVE: মনোনয়ন পেশ করে ফিরবেন নন্দীগ্রামে
মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর এদিন নন্দীগ্রামেই ফিরবেন মুখ্যমন্ত্রী।
Mamata Banerjee Nomination LIVE:মনোনয়ন পেশ মমতার
রোড শো করে হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে নন্দীগ্রাম আসনে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
