এক্সপ্লোর
Mamata Banerjee Rally LIVE: মা-বোনেদের পায়ে হাঁটব, ডেবরায় মমতা
দাসপুর বিধানসভা আসনের বেলিয়াঘাটা, চন্দ্রকোনা বিধানসভা আসনের ঝাঁকরা ও ডেবরা বিধানসভা আসনের কেলেঘাইতে জনসভা করবেন তৃণমূল নেত্রী।
Key Events

ফাইল ছবি
Background
আজ পশ্চিম মেদিনীপুরে তিনটি জনসভা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দাসপুর বিধানসভা আসনের বেলিয়াঘাটা, চন্দ্রকোনা বিধানসভা আসনের ঝাঁকরা ও ডেবরা বিধানসভা আসনের কেলেঘাইতে জনসভা করছেন তৃণমূল নেত্রী।
14:42 PM (IST) • 26 Mar 2021
Mamata Banerjee Rally LIVE: রামকৃষ্ণ বলতেন, টাকা মাটি, মাটি টাকা, ডেবরায় মমতা
রামকৃষ্ণ বলতেন, টাকা মাটি, মাটি টাকা। টাকার থেকে মাটির দাম বেশি। তিনি বলতেন, মা কিন্তু একটাই, নামে-ডাকে একটু আলাদা আছে।
14:40 PM (IST) • 26 Mar 2021
Mamata Banerjee Rally LIVE: ব্লাড ব্যাঙ্ক থেকে যখন রক্ত নেওয়া হয় তখন কি জানেন হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত? প্রশ্ন মমতার
ব্লাড ব্যাঙ্ক থেকে যখন রক্ত নেওয়া হয় তখন কি জানেন হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত? প্রশ্ন মমতার।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update





















