Mamata Banerjee: নারী দিবস উপলক্ষ্যে আজ পথে মমতা! মোদি-তোপের পর মহিলা ভোটে নজর?
Mamata on Women's Day:দুপুর ২টোয় কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মিছিল। হিন্দ সিনেমা, এস এন ব্যানার্জি রোড হয়ে ডোরিনা ক্রসিংয়ে গিয়ে মিছিল শেষ হবে।
আশাবুল হোসেন ও সঞ্চয়ন মিত্র, কলকাতা: আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারী দিবস উপলক্ষে কলকাতার রাস্তায় মিছিল করবেন মুখ্যমন্ত্রী। আগেই এই প্রসঙ্গে জানানো হয়েছিল। ১ মার্চ ঘোষণা করা হয়েছইল যে ৭ মার্চ নারী দিবস উপলক্ষ্যে মিছিল করবেন মমতা। কলকাতায় এই মিছিল কলেজ স্ট্রিট, বউবাজার, ওয়েলিংটন মোড়, এস এন ব্য়ানার্জি রোড হয়ে ধর্মতলায় শেষ হবে।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু সেদিনই শিবরাত্রি পড়েছে। তাই আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন অর্থাৎ ৭ মার্চ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলের স্লোগান, ‘নারীদের অধিকার, আমাদের অঙ্গীকার’। দুপুর ২টোয় কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মিছিল। হিন্দ সিনেমা, এস এন ব্যানার্জি রোড হয়ে ডোরিনা ক্রসিংয়ে গিয়ে মিছিল শেষ হবে। মিছিল শেষে সেখানে সভা করবেন মুখ্যমন্ত্রী।
বিগত বেশ কয়েক বছর ধরেই আন্তর্জাতিক নারী দিবস (International Women's Day) উপলক্ষে পথে নামেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee on Women's Day)। আগামী কয়েকদিনের মধ্যে লোকসভা ভোটের ঘোষণা হয়ে যাওয়ার কথা। ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। তার আগে এই দিন লোকসভা ভোটের প্রস্তুতি বলেই মনে করা হচ্ছে।
প্রথম থেকেই তৃণমূলের ভোটব্যাঙ্ক মহিলা ভোটাররা। লক্ষ্মী ভাণ্ডার থেকে রূপশ্রী, কন্যাশ্রীর মতো একাধিক প্রকল্পের মূল লক্ষ্য মহিলারাই। এদিকে সম্প্রতি রাজ্যে ঘটেছে সন্দেশখালির (Sandeshkhali Incident) মতো ঘটনা। সেখানে নারীদের উপর ভয়াবহ অত্যাচারের অভিযোগ উঠেছে যাঁদের বিরুদ্ধে তাঁরা তৃণমূলের নেতা। শেখ শাহাজাহান, উত্তম সর্দার, শিবু হাজরার বিরুদ্ধে আছড়ে পড়েছে মহিলাদের রোষ। সকলেই গ্রেফতার হলেও তা নিয়েও বহু টালবাহানার অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে। ঠিক এমন সময়েই রাজ্যে ইতিমধ্যে ৩টি সভা করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi on Sandeshkhali)। প্রতিটি থেকেই সন্দেশখালির প্রসঙ্গ টেনে তুমুল আক্রমণ শানিয়েছেন তৃণমূলকে। পাশাপাশি তাঁর সব সভায়, বিশেষ করে বারাসতের সভায় বিজেপি সরকারের নারী উন্নয়নের প্রকল্প ও ভাবনার প্রচার করে তৃণমূলকে নারী বিরোধী বলে আক্রমণ শানিয়েছেন তিনি। ঠিক তারপরের দিনই নারী অধিকারের প্রসঙ্গ নিয়েই রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে নারী দিবসের মিছিল থেকে মহিলাদের পাশে থাকার বার্তা দিতে চান মুখ্যমন্ত্রী, মনে করা হচ্ছে এমনটাই।
অন্যদিকে, আজ মমতার সঙ্গে হাঁটবেন অভিষেকও। ভোটের আগে যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: আজও কি বাজার ঊর্ধ্বগামী? কোন সংস্থার স্টকে নজর রাখা যায়?