(Source: Poll of Polls)
দূষণ ঠেকাতে প্লাস্টিকের রাস্তা, পথ দেখাচ্ছে হাওড়া পুরসভা
পুর এলাকা থেকে বর্জ্য প্লাস্টিক সংগ্রহ করা হবে। তার থেকে তৈরি করা হবে প্লাস্টিকের দানা।অন্য উপাদানের সঙ্গে মিশিয়ে রাস্তা তৈরি করা হবে।
হাওড়া: প্লাস্টিক থেকে দূষণ কমাতে অন্য রাস্তা নিল হাওড়া পুরসভা। এবার থেকে রাস্তা তৈরিতে ব্যবহার করা হবে প্লাস্টিক। হাওড়া পুরসভা সূত্রে খবর, এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে গ্রিন রোড। পুরসভা সূত্রে খবর, পুর এলাকা থেকে বর্জ্য প্লাস্টিক সংগ্রহ করা হবে। তার থেকে তৈরি করা হবে প্লাস্টিকের দানা। এই প্লাস্টিকের দানা অন্য উপাদানের সঙ্গে মিশিয়ে রাস্তা তৈরি করা হবে। হাওড়া পুরসভার ঠিকাদার রতন চৌধুরী বলেন, বর্জ্য প্লাস্টিক থেকে প্লাস্টিকের দানা তৈরি। অন্য জিনিসের সঙ্গে মেশানো হবে। এর ফলে রাস্তা মজবুত ও পোক্ত হবে। হাওড়া পুরসভা সূত্রে খবর, পাইলট প্রজেক্ট হিসেবে প্রথমে পুর অফিস চত্বরে তৈরি হবে গ্রিন রোড। হাওড়া পুরসভার পুর কমিশনার বিজিন কৃষ্ণ বলেন, প্লাস্টিক দূষণ কমানোই উদ্দেশ্য। ধীরে ধীরে অন্য রাস্তাতেও করব। প্লাস্টিক জমে নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়ার ঘটনা দেখা গিয়েছে একাধিকবার।নতুন উদ্যোগে তা-ও কমবে বলে আশা হাওড়া পুরসভার।