এক্সপ্লোর
(Source: ECI | ABP NEWS)
WB Municipal Elections Result: একাই ১০২, জয়ের ধারা অব্যাহত তৃণমূলের, রাজ্যজুড়ে সবুজ ঝড়
বকেয়া পুরভোটেও সবুজ ঝড়।—ফাইল চিত্র।
1/13

জয়ের ধারা অব্যাহত। বকেয়া পুরভোটেও বাজিমাত তৃণমূলের। ১০৮টির মধ্যে ১০২ পুরসভাই জোড়াফুলের দখলে।—ফাইল চিত্র।
2/13

মাথা তুলে দাঁড়াতেই পারল না বিজেপি-কংগ্রেস। বামেদের দখলে একটি পুরসভা। দার্জিলিং হামরো পার্টির দখলে। ত্রিশঙ্কু তিন পুরসভা।—ফাইল চিত্র।
3/13

বিপুল জনসমর্থনে জয়ী তৃণমূল। ৩১টি কেন্দ্র রয়ে গেল বিরোধীশূন্য। অর্থাৎ একচ্ছত্র আধিপত্য তৃণমূল।—ফাইল চিত্র।
4/13

ত্রিশঙ্কু হল হুগলির চাঁপদানি, পূর্ব মেদিনীপুরের এগরা এবং মুর্শিদাবাদের বেলডাঙা পুরসভা।—ফাইল চিত্র।
5/13

প্রথমে ত্রিশঙ্কু হলেও এক নির্দল প্রার্থী যোগদান করায় পুরুলিয়ার ঝালদা পুরসভা দখল করল তৃণমূল। ১২টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল দখল করেছে ৬টি ওয়ার্ড। কংগ্রেস ৫টি ওয়ার্ড দখল করেছে। ২ জন নির্দল প্রার্থী জয়ী হলেও ভোটের ফল ঘোষণার পরেই এক নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেন।—ফাইল চিত্র।
6/13

মুকুটে বাড়তি সেরা পালক কাঁথি পুরসভা। অধিকারী পরিবারের প্রভাবমুক্ত প্রায় চার দশক পর। অখিল গিরিকে সাধুবাদ সমর্থকদের।—ফাইল চিত্র।
7/13

একই সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপি-তে গিয়ে ওঠা অর্জুন সিংহের গড়েও জোড়াফুল ফুটেছে। ভাটপাড়া পুরসভা তৃণমূলের দখলে।—ফাইল চিত্র।
8/13

তাঁরা নিমিত্ত মাত্র, জয়ের কারিগর মমতা বন্দ্যোপাধ্যায়ই, বলছেন তৃণমূল নেতৃত্ব।—ফাইল চিত্র।
9/13

জয়ের জন্য দলকে অভিনন্দন মমতার। তাঁর কথায়, ‘আরও একটা বিপুল জয়ের জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই।’—ফাইল চিত্র।
10/13

‘পুরভোটে জয়ী প্রার্থীদের সবাইকে অভিনন্দন’ পুরভোটে বিপুল জয়ের পর ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জয় আমাদের দায়িত্ববোধ ও দায়বদ্ধতা বাড়াক’ ‘জয়ী হয়েও আমরা যেন বিনয়ী থাকতে পারি’ ‘আসুন সবাই মিলে একসঙ্গে রাজ্যের শান্তি, উন্নতি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করি’ ট্যুইটে বার্তা মুখ্যমন্ত্রীর।"—ফাইল চিত্র।
11/13

‘জয় আমাদের দায়িত্ববোধ ও দায়বদ্ধতা বাড়াক। জয়ী হয়েও আমরা যেন বিনয়ী থাকতে পারি’, বার্তা মমতার।—ফাইল চিত্র।
12/13

সকলকে সঙ্গে নিয়ে উন্ননয়ের কাজ করে যাওয়াই লক্ষ্য, জানালেন মমতা। বাংলা বিবিধের মাঝে মিলনের স্থল, বললেন ফিরহাদ হাকিম।—ফাইল চিত্র।
13/13

পানিহাটি গুরুনানক ডেন্টাল কলেজে গণনাকেন্দ্রের সামনে তৃণমূলের বিজয়োত্সব। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা তৃণমূল কর্মী, সমর্থকদের। গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধ থাকায় আটকানোর চেষ্টা করে পুলিশ।—ফাইল চিত্র।
Published at : 02 Mar 2022 01:41 PM (IST)
Tags :
WB Municipal Elections WB Municipal Election 2022 WB Municipal Poll 2022 WB Municipal Election Results 2022 WB Municipal Poll Results 2022 Bolpur Municipal Elections Result Contai Municipal Elections Result Bhatpara Municipal Elections Result Diamond Harbour Municipal Elections Result Kharagpur Municipal Elections Result Baharampur Municipal Elections Resultআরও দেখুন
Advertisement
Advertisement























