Nawsad Siddiqui: 'ডায়মন্ড হারবারে লড়তে ১০০ শতাংশ প্রস্তুত', দলের অনুমোদনের অপেক্ষায় নৌশাদ
Lok Sabha Election 2024: নৌশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারে প্রার্থী হলে সমস্যা নেই, বললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী
কলকাতা: ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে প্রার্থী হওয়া নিয়ে আশাবাদী নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddiqui)। দলের অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। এদিন তিনি বলেন, 'আমি ডায়মন্ড হারবার লোকসভা (Lok Sabha Poll 2024) কেন্দ্রে লড়ার জন্য ১০০ শতাংশ প্রস্তুত। আশা করি, আগামীকালই দল আমাকে অনুমোদন দেবে। দলের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছি।'
ব্রিগেডের সভা থেকে ৪২ আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল। ডায়মন্ডহারবারে প্রত্যাশা মতোই ফের প্রার্থী হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অন্যদিকে, রাজ্যে ৪২ আসনের মধ্যে ৮টিতে প্রার্থী দেবে বলে জানিয়েছে ISF। তার মধ্যে নেই ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের নাম। এর আগে একাধিকবার ডায়মন্ডহারবার থেকে প্রার্থী হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন খোদ নৌশাদ সিদ্দিকি। অন্যদিকে বামেরা ১৭ আসনে প্রার্থী দিলেও তাদের তালিকাতেও নেই ডায়মন্ড হারবার!তাহলে কারা লড়বে ডায়মন্ডহারবারে? আইএসএফ না কি বামেরা? ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি বলেছিলেন, 'জোট সংযুক্ত মোর্চার আমি বিধায়ক। সংযুক্ত মোর্চা ছিল। এখন সংযুক্ত মোর্চা বামেরা রাখবে কি রাখবে না বামেদের ওপর নির্ভর করছে। আমরা তো জোটের জন্য এখনও দরজা খুলে রেখেছি। লেফট কী করবে দেখা যাক।বিজেপিকে হারানো, তৃণমূলকে পরাস্ত করার জন্য জোট করতে চায় কী চায় না, লেফটের ওপর নির্ভর করছে।'
আর এই বিষয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর দাবি, 'উনি যখন দাঁড়াতে চাইছেন উনি দাঁড়ান। আমরা সবাই সমর্থন দেব। আমার মনে হয়, নৌশাদ সিদ্দিকি যেভাবে পাবলিকলি কমিট করেছেন যে তিনি ওখানে দাঁড়াবেন এবং তাঁর সেই দাঁড়ানোর প্রস্তাবকে যেহেতু সঙ্গীসাথী হিসেবে বামেরা সমর্থন দিয়েছে, কংগ্রেস সমর্থন দিয়েছে। ফলে ওঁর কিন্তু সেই কথা থেকে সরে আসা উচিত না। কথা থেকে সরে আসলে, লোকে ওঁকে হালকা বলে মনে করবে।'
নৌশাদ সিদ্দিকির ডায়মন্ডহারবারে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গিয়েছিল বিরোধী দলনেতার গলাতেও।
নৌশাদের ডায়মন্ড হারবারে দাঁড়ানো নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। এদিন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেন, 'অভিষেকের জয়ের ব্যবধান আরও বাড়বে বুঝে একে অন্যের ঘাড়ে আগেভাগেই দায় চাপানোর চেষ্টা করছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Lok Sabha Elections 2024: রবিবাসরীয় সকালে প্রচারে ঝড়, ময়দানে শাসক-বিরোধী সব দলের প্রার্থীরা