Kangana Ranaut : 'রাজনৈতিক উচ্চাকাঙ্খার জন্য ইতিহাস বিকৃত করা উচিত নয়', কঙ্গনাকে ভর্ৎসনা নেতাজি-পরিবারের
Chandra Kumar Bose : গত বছর সেপ্টেম্বর মাসে বিজেপি থেকে ইস্তফা দেন চন্দ্র কুমার বসু। দলের সঙ্গে তাঁর নীতির মিল নেই বলে মন্তব্য করে তিনি গেরুয়া শিবিরের সঙ্গ ত্যাগ করেন।
নয়াদিল্লি : 'নেতাজি ভারতের প্রথম প্রধানমন্ত্রী।' এই মন্তব্য করে আগেই বিতর্ক উস্কে দিয়েছিলেন হিমাচল প্রদেশের মাণ্ডির বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (BJP Candidate Kangana Ranaut)। যা নিয়ে শুরু হয়েছে চর্চা। এবার কঙ্গনার এই মন্তব্যের প্রতিবাদ জানাল নেতাজির পরিবার। সমাজ মাধ্যমে একটি প্রতিবেদন শেয়ার করে নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বসু (Chandra Kumar Bose) লিখেছেন, "রাজনৈতিক উচ্চাকাঙ্খার জন্য ইতিহাস বিকৃত করা উচিত নয় কারো।"
অপর একটি পোস্টে তিনি লিখেছেন, "নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন রাজনৈতিক চিন্তাবিদ, সেনা, রাষ্ট্রনায়ক ও দূরদৃষ্টিসম্পন্ন এবং অবিভক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী। একমাত্র নেতা যিনি সব সম্প্রদায়কে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য একত্রিত করতে পারতেন। তাঁর আদর্শ অনুসরণ করলে তবেই তাঁকে প্রকৃত সম্মান জানানো যাবে।"
গত বছর সেপ্টেম্বর মাসে বিজেপি থেকে ইস্তফা দেন চন্দ্র কুমার বসু। দলের সঙ্গে তাঁর নীতির মিল নেই বলে মন্তব্য করে তিনি গেরুয়া শিবিরের সঙ্গ ত্যাগ করেন। ইন্ডিয়া বনাম ভারত বিতর্কের মধ্যেই তাঁর ইস্তফা রাজনীতিতে বাড়তি মাত্রা যোগ করে। এবার কঙ্গনার মন্তব্য নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন তিনি।
'২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী (PM Modi) হওয়ার পর প্রকৃত স্বাধীনতা পেয়েছে ভারত।' এর আগে এমন মন্তব্যে করে দেশজুড়ে বিতর্কের সূত্রপাত করেছিলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। ফের একবার তাঁর মন্তব্য নিয়ে শুরু হয়েছে চর্চা। এক টেলিভিশন সাক্ষাৎকারে অভিনেত্রী ও রাজনীতিক কঙ্গনা বলেন, 'আমাকে একটা কথা বলুন, আমরা যখন স্বাধীনতা পেয়েছিলাম, ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় গেলেন?' তাঁর এই মন্তব্য নিয়ে সরব হন ভারত রাষ্ট্র সমিতির কার্যকরী সভাপতি কে টি রামা রাও। এক্স হ্যান্ডেলে দেন খোঁচা।
বরাবরই গেরুয়া শিবিরের ঘনিষ্ট হিসাবে পরিচিত কঙ্গনা। আর এবার একেবারে সরাসরি রাজনীতির ময়দানে। হিমাচলপ্রদেশের মাণ্ডি আসন থেকে তিনি লোকসভা ভোটে লড়ছেন বিজেপির টিকিটে। গত ২৪ মার্চ বিজেপি যে ১১১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল, সেই তালিকায় নাম ছিল অভিনেত্রীর। ইনস্টাগ্রাম পোস্টে পরে কঙ্গনা লেখেন, "বিজেপিতে যোগ দিতে পেরে তিনি সম্মানিত। তিনি বলেন, "আমার প্রিয় ভারত ও ভারতবাসীর নিজের দল বিজেপির প্রতি আমার সবসময় নিঃশর্ত সমর্থন ছিল। আর আজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে আমার জন্মস্থান হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা করল।"
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।