Panchayat Top 5 News:সবেতন ছুটি পঞ্চায়েত ভোটে, রাজীব সিনহাকে ভর্ৎসনা রাজ্যপালের, একনজরে পঞ্চায়েতের ৫ খবর
সবেতন ছুটি পঞ্চায়েত ভোটেরাজীব সিনহাকে ভর্ৎসনা রাজ্যপালেরপ্রচারে চমক...একনজরে পঞ্চায়েতের ৫ গুরুত্বপূর্ণ খবর
সবেতন ছুটি পঞ্চায়েত ভোটে...
পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দিন সবেতন ছুটি (Paid Leave)ঘোষণা করল রাজ্য সরকার (West Bengal Government)। ৮ জুলাই, শনিবার রাজ্যের ২২টি জেলায় যেখানে পঞ্চায়েত ভোট হবে, সেখানে রাজ্য সরকারের সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, দোকান, কলকারখানা-সহ বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে ছুটি থাকবে। জানা গিয়েছে, সবেতন ছুটি পাবেন রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীরাও। পাশাপাশি রাজ্যের পুরসভা এলাকায় কর্মসূত্রে থাকেন, অথচ পঞ্চায়েত এলাকার ভোটার, সেই সকল ব্যক্তিরাও এই নিয়মের আওতায় থাকবেন। ভোটদানে উৎসাহ দেওয়ার জন্যই এই ছুটি দেওয়া হয়েছে। বেতন কাটার আশঙ্কায় যাতে কোনও কর্মচারী ভোটদানে গরহাজির না থাকেন, সে কারণে সবেতন ছুটি দেওয়ার কথা বলা হয়েছে।
রাজীব সিনহাকে ভর্ৎসনা রাজ্যপালের...
পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণে ৪৮ ঘণ্টারও কম সময় বাকি যখন, সেই সময়. বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল বোস (Governor C V Ananda Bose)। সেখান থেকেই সরাসরি নির্বাচন কমিশনার রাজীবকে ভর্ৎসনা করেন তিনি। বলেন, "রাজ্য নির্বাচন কমিশনার আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ। আমি আপনাকে নিয়োগ করেছিলাম। কিন্তু আপনি রাজ্যবাসীকে হতাশ করেছেন। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। নির্বাচন কমিশনের উচিত নিজেদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করা। বাংলার মাথা এখন হেঁট হয়ে যাচ্ছে।"
প্রচারে চমক...
প্রচারের শেষদিন আজ। তাই জনতার দৃষ্টি আকর্ষণ করতে একেবারে মা কালীর খাঁড়া হাতে প্রচার সারলেন প্রার্থী। মোহনপুর পঞ্চায়েতের ১৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানকার নির্দল প্রার্থী অরিজিৎ দাসের শেষবেলার প্রচারে এই চমক তাক লাগিয়েছে অনেককেই।
ভোটকর্মীদের জন্য নির্দিষ্ট ট্রেনের ব্যবস্থা
হিংসা, হানাহানির দাপটে পঞ্চায়েত ভোটের বাংলা এমনিতেই যেন কুরুক্ষেত্র! আর সেই যুযুধান রাজনীতি কোথাও কোথাও আবার গৃহযুদ্ধের চেহারা নিয়েছে। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনে ভোটকর্মীদের জন্য নির্দিষ্ট ট্রেনের ব্যস্থা করল পূর্ব রেল। যাতে ভোটের কাজ শেষ করেও ভোটকর্মীরা ঠিকমতো বাড়ি ফিরতে পারেন।
মুরলীধর সেন লেনে পার্থ-অনুব্রতর মডেল
পঞ্চায়েত নির্বাচনে বাকি আর মাত্র ৪৮ ঘণ্টা (Panchayat Elections 2023)। তৃণমূল যখন উন্নয়নকে হাতিয়ার করছে, সেই সময় দুর্নীতিকে ইস্যু করে ময়দানে নেমেছে বিজেপি (BJP)। এই পরিস্থিতিতে, মুরলী ধর সেন লেনে বিজেপির অফিসে বসানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জীবনকৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্যদের মডেল। এর পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও (TMC)।
আরও পড়ুন:স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? জরুরি তথ্যগুলো জেনে রাখুন