Panchayat Election 2023: বাহিনী অধরাই, বীরভূম থেকে দিনহাটায় সিভিক ভলান্টিয়ার দিয়েই চলল ভোটপর্ব
পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকে পুরুলিয়ার ঝালদা বীরভূমের খয়রাশোল কোচবিহারের দিনহাটা থেকে হাওড়ার আমতা, দিকে দিকে বুথ চত্বরে ঘোরাফেরা করতে দেখা গেল সিভিক ভলান্টিয়ারদের!
সঞ্চয়ন মিত্র, সুকান্ত মুখোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: হাইকোর্টের নির্দেশকে উপেক্ষা করে জেলায় জেলায় বুথ চত্বরে মোতায়েন থাকতে দেখা গেল সিভিক ভলান্টিয়ারদের। বীরভূমে আবার বুথের ভিতরে বসে রইলেন এক সিভিক ভলান্টিয়ার। দিনহাটায় দেখা গেল গোটা বুথের নিরাপত্তায় দাঁড়িয়ে এক সিভিক ভলান্টিয়ার!
আদালত এবং রাজ্য পুলিশের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল! পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকে পুরুলিয়ার ঝালদা বীরভূমের খয়রাশোল কোচবিহারের দিনহাটা থেকে হাওড়ার আমতা, দিকে দিকে বুথ চত্বরে ঘোরাফেরা করতে দেখা গেল সিভিক ভলান্টিয়ারদের!
বীরভূমের খয়রাশোলে দেখা গেল বুথে ব্যালট বক্সের পাশেই বসে রয়েছেন একজন সিভিক ভলান্টিয়ার! আর দরজার বাইরে পাহারায় দাঁড়িয়ে রয়েছেন সশ্স্ত্র পুলিশ! ঝালদার পুস্তি হাইস্কুলে বুথ চত্বরে দেখা মিলল সিভিক ভলান্টিয়ারের! একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সঙ্গে বুথের বাইরে ঘোরাফেরা করছেন তিনি।
কেশপুর প্রাইমারি স্কুলের বুথের দায়িত্বে ছিলেন ২ সশ্স্ত্র পুলিশ কর্মী। তাঁদের সঙ্গে বুথ চত্বরে বসেছিলেন ২ জন সিভিক ভলান্টিয়ার। কিন্তু চত্বরে কেন? প্রশ্ন করতেই মুখে কুলুপ সিভিক ভলান্টিয়ারদের। যদিও সেখানে মোতায়েন ২জন সশস্ত্র পুলিশকর্মীর দাবি, থানার আধিকারিকদের নির্দেশই এখানে রয়েছেন সিভিক ভলান্টিয়াররা।
হাওড়ার আমতা যেখানে ছাত্রনেতা আনিস খানকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠছিল পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে!সেখানকার কুশবেড়িয়া হাইস্কুলে ভোটের দিন বুথ চত্বরে পুলিশের সঙ্গে মোতায়েন ছিল সিভিক ভলান্টিয়ার! বিজেপির অভিযোগ, তৃণমূল অশান্তি ছড়াচ্ছে তবুও পুলিশ-সিভিক ভলান্টিয়ার দিয়ে ভোট করানো হচ্ছে ।
আমতারই তাজপুর হাইস্কুলে বুথে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সিভিক ভলান্টিয়ারদের। দিনহাটার কুটেমারা প্রাইমারি স্কুলে আবার গোটা বুথের দায়িত্ব একজন সিভিক ভলান্টিয়ার! তাঁর অবশ্য দাবি, সেখানে মোতায়েন পুলিশকর্মী খেতে যাওয়ার সময় তাঁকে দায়িত্ব দিয়ে যান!
ভোটেও সেই সিভিক ভলান্টিয়ার বিতর্ক! এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, কোর্টের অর্ডার মানেনি। কোর্ট বলেছিল, সিভিক ভলান্টিয়ার না লাগাতে। এরা লাগিয়েছে। কোর্ট বলেছিল, কনট্র্যাকচুয়ালদের ফার্সট, সেকেন্ড, থার্ড পোলিং করতে না, এরা প্রিসাইডিং পর্যন্ত করেছে। কোর্ট বলেছিল সিসিটিভি মনিটরিং করতে, যেখানে সিসিটিভি পাওয়া যাবে না, ভিডিওগ্রাফি করতে, সেটাও করেনি। সব মিলিয়ে সিভিক ভলান্টিয়ার নিয়ে বিতর্ক ভোটের দিনও অব্য়াহত রইল।