Panchayat Election 2023:'নকল ব্যালট পেপার ছাপানো হচ্ছে..', বিস্ফোরক দাবি অধীরের
Adhir on Fake Ballot Paper: পঞ্চায়েত ভোটের দোরগড়ায় বিস্ফোরক অভিযোগ, কী বললেন অধীর চৌধুরী, পাল্টা কুণাল
![Panchayat Election 2023:'নকল ব্যালট পেপার ছাপানো হচ্ছে..', বিস্ফোরক দাবি অধীরের Panchayat Election 2023: Fake Ballot Paper has been printed, claims Adhir Ranjan Chowdhury Panchayat Election 2023:'নকল ব্যালট পেপার ছাপানো হচ্ছে..', বিস্ফোরক দাবি অধীরের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/28/e348758a9e0864a6d30ee27692b8ad921687956335456484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সুকান্ত মুখোপাধ্যায়, বহরমপুর: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দোরগড়ায় বিস্ফোরক অভিযোগ তুললেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। 'নকল ব্যালট পেপার ছাপানো হচ্ছে। সেই ব্যালট পেপার স্ট্রং রুমে যাওয়ার পথে বদলে দেওয়া হবে। বাংলায় এক সাংঘাতিক কারচুপির খেলা খেলতে চাইছে তৃণমূল।' বিস্ফোরক দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। যদিও পাল্টা প্রতিক্রিয়া দিতে ছাড়েননি কুণাল, শান্তনুরাও।
নকল ব্যালট পেপার ছাপানো হচ্ছে : অধীর
এদিন অধীর চৌধুরী বলেন, 'ব্যালট পেপার জোড়া ছাপা হচ্ছে। সেই ব্যালট বুথ থেকে স্ট্রংরুমে যাওয়ার পথে, পরিবর্তিত হবে। ব্যালট পেপার যারা ছাপায়, যাদের কাছে কম্পিউটারের চাবি থাকে, সেই চাবি পুলিশ চাইছে। সেই চাবি দিতে অস্বীকার করাতে পুরুলিয়ায় তিন তিনটে অফিসারকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলায় এক ভয়ঙ্কর কারচুপির খেলা খেলছে। যেখানে মানুষের ভোটকে পরিবর্তন করে, যেখানে মানুষের ভোটকে পরিবর্তন করে তাঁদের জয়কে নিশ্চিত করতে চাইছে। তাই স্বাভাবিকভাবে বাংলায় আগামীদিনে নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য তৃণমূলের নেত্রীর নির্দেশে, এই বাংলার প্রশাসন পুলিশ সকলেই ময়দানে নেমে পড়েছে।'
হারবে অর্ধেক জায়গায়, এই সব কথা বলতে লজ্জা করছে না : কুণাল ঘোষ
অপরদিকে, এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, অধীর চৌধুরী জানেন, জেলাভিত্তিক কংগ্রেসের প্রার্থীর সংখ্যাটা দেখেছেন ? লোক নেই প্রার্থী দিতে পারেনি। গোহারা হারবে অর্ধেক জায়গায়। তো আজকে অধীরবাবু যে অভিযোগ করছেন, বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রের নির্বাচন কমিশন, সিপিএম এর সঙ্গে জোট, আইএসএফের সঙ্গে জোট, আট দফায় নির্বাচন , এত সব করেও তো শূন্য পেয়েছিলেন। তারপর এই সব কথা বলতে লজ্জা করছে না।' পাশাপাশি তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, 'দেড় লক্ষ নমিনেশন জমা দিল বিরোধীরা। এর মধ্যে সবথেকে কম নমিনেশন জমা দিতে পেরেছে কংগ্রেস। এথেকে দুর্ভাগ্যের ঘটনা কিছু হতে পারে না। তাই তারা আজকে এই ধরণের মিথ্যে অপবাদ দিচ্ছে। কিন্তু যে ভয়ঙ্কর অপবাদ তিনি দিলেন, তা যদি তিনি প্রমাণ করতে না পারেন, তাহলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করছি।'
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
পঞ্চায়েত ভোটের নামে গুন্ডামি : সেলিম
যদিও তোপ দাগতে ছাড়েননি বামেরাও। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম অভিযোগ তুলে বলেন,'পঞ্চায়েত ভোটের নামে গুন্ডামি হচ্ছে। পুলিশ-প্রশাসনকে একাংশকে ব্যবহার করে মনোনয়ন প্রত্যাহার, বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। হামলার শিকার হচ্ছে বাম নেতা-কর্মীরা।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)