Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটে টিকিট বিক্রির অভিযোগ, দল ছাড়লেন একঝাঁক TMC নেতা
Panchayat Election 2023: মনোনয়ন শেষ হতেই মালদার হরিশ্চন্দ্রপুরে শাসক দলে ভাঙন। পঞ্চায়েত ভোটে টিকিট বিক্রির অভিযোগ তুলে দল ছাড়লেন একঝাঁক তৃণমূল নেতা।
মালদা: মনোনয়ন (Nomination) শেষ হতেই মালদার হরিশ্চন্দ্রপুরে শাসক দলে ভাঙন। পঞ্চায়েত ভোটে (Panchayat Poll) টিকিট বিক্রির অভিযোগ তুলে দল ছাড়লেন একঝাঁক তৃণমূল নেতা (TMC Leader)। দল ছাড়লেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী, ব্লক তৃণমূলের সম্পাদক সহ বেশ কয়েকজন নেতা। টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল বিধায়ক তাজমুল হোসেনের।
সম্প্রতি পঞ্চায়েতের টিকিট এক লক্ষ আর পঞ্চায়েত সমিতির টিকিট বিক্রি হচ্ছে দু'লক্ষ টাকায়, দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলে ধর্নায় বসেছিল তৃণমূল নেতৃত্বেরই একাংশ।পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনা হয়েছিল। বলা হয়েছিল, দলের ব্লক সভাপতি টাকার বিনিময়ে দলীয় টিকিট বিক্রি করছেন। গ্রাম পঞ্চায়েতের টিকিটের জন্য দর উঠেছে এক লক্ষ টাকা। পঞ্চায়েত সমিতির টিকিটের জন্য এর দরই দ্বিগুণ। এমনই অভিযোগ তুলে স্থানীয় নেতৃত্বের একাংশকে সঙ্গে নিয়ে রীতিমত ধর্নায় বসেছিলেন তৃণমূলের বাঁকুড়া জেলা সহ সভাপতি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল বাঁকুড়ার মেজিয়া এলাকায়।
প্রসঙ্গত,মনোনয়নের পর এবার স্ক্রুটিনি পর্বেও কোচবিহারের দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জে তুলকালাম। তৃণমূল-বিজেপির সংঘর্ষ। নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে তির ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সামনেই বোমাবাজি শুরু হয়। বিজেপির অভিযোগ, দিনহাটা ২ নম্বর ব্লক অফিসে মনোনয়নের স্ক্রুটিনি চলাকালীন পুলিশের সামনেই তাদের প্রার্থীদের মারধর করে বিডিও অফিস থেকে বের করে দেয় তৃণমূল কর্মীরা। নিশীথ প্রামাণিকের অভিযোগ, ১৪৪ ধারা অমান্য করে বিডিও অফিসের সামনে তৃণমূল কর্মীরা জড়ো হন। সংঘর্ষের খবর পেয়ে সেখানে হাজির হন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁকে বিডিও অফিসে ঢুকতে বাধা দেয় পুলিশ। পরে র্যাফ নামিয়ে ও লাঠিচার্জ করে বেআইনি জমায়েত হঠানো হয়।
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
জেলায় জেলায় অশান্তি, খুনোখুনির মধ্যে শেষ হয়েছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব। তার মধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের দাবি তুলে, অনেক জায়গায় তৃণমূলের উল্লাস নজরে এসেছে। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ, হাওড়ার জগৎবল্লভপুরের পর কোচবিহারের দিনহাটা। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বিধানসভা কেন্দ্র দিনহাটার ২ নম্বর ব্লকে সুকারুর কুঠি ও চৌধুরীর হাট গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে তৃণমূল। এই প্রেক্ষাপটে দিনহাটা ২ নম্বর ব্লকে ত্রিস্তর পঞ্চায়েতে, কত আসনে তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন, তার হিসেব দিয়ে ফেসবুকে পোস্টও করেছেন উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, 'আমরাও চাই ভোট হোক, কিন্তু মনে হয় না, সব ভোট হবে। কারণ মনোনয়ন পর্বে আরও কয়েকটা পঞ্চায়েতে জয়ী হয়ে যাব। ফাল্গুন মাসে আম গাছে অনেক মুকুল হয়, পরে ঝড়ে অনেক ঝরে যায়। এখানেও ঝড়বৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে।'