Panchayat Poll 2023: পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, আজ থেকে ভোটপ্রচারে তৃণমূলনেত্রী
Mamata Banerjee: ধুমাত্র উত্তরবঙ্গই নয়, বাঁকুড়া, পুরুলিয়া-সহ জঙ্গলমহলের একাধিক জেলায় জনসভা করতে পারেন মমতা বন্দ্য়োপাধ্যায়।
কলকাতা: পঞ্চায়েত ভোটের ১২ দিন আগে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গ থেকেই নির্বাচনী প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। আজ কোচবিহার ১ নম্বর ব্লকের চান্দামারির প্রাণনাথ হাইস্কুলের মাঠে বেলা ১২টায় প্রথম সভা। এরপর মুখ্যমন্ত্রী যাবেন জলপাইগুড়িতে। সেখানেই রাত্রিবাস। আগামীকাল মালবাজার ব্লকের ক্রান্তিতে মমতার দ্বিতীয় নির্বাচনী সভা। এরপর ফিরবেন কলকাতায়। শুধুমাত্র উত্তরবঙ্গই নয়, বাঁকুড়া, পুরুলিয়া-সহ জঙ্গলমহলের একাধিক জেলায় জনসভা করতে পারেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সাধারণত পঞ্চায়েত ভোটের প্রচারে নামেন না মুখ্যমন্ত্রী। সেদিক থেকে এবারের নির্বাচন ব্যতিক্রম।
উত্তরবঙ্গ থেকেই নির্বাচনী প্রচার শুরু: ২০২৪ এর লোকসভা ভোটের আগে, তৃণমূলের পাখির চোখ ২০২৩ এর পঞ্চায়েত ভোট। আর এই ভোটে জয় ছিনিয়ে আনতে সর্বশক্তি প্রয়োগ করে, প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে রাজ্য়ের শাসক দল। যে কোনও নির্বাচনই হোক না কেন, এখনও তৃণমূলের সবচেয়ে জনপ্রিয় মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। আর, তিনি পঞ্চায়েতে প্রচার শুরু করছেন বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকে। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও তাঁর নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন কোচবিহার থেকেই। আর মমতা বন্দ্যোপাধ্য়ায়ও রাজার জেলা কোচবিহার থেকেই পঞ্চায়েতের প্রচার শুরু করছেন।
লোকসভা ভোটের আগে অ্যাসিড টেস্টে , বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকে ইতিবাচক 'উত্তর' চাইছে তৃণমূল। লোকসভা ভোটের সময় থেকেই উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। বিধানসভা ভোটে সার্বিকভাবে খারাপ ফলের মধ্যেও, বিজেপিকে শক্তি জুগিয়েছে এই উত্তরবঙ্গ। বিজেপি গোটা রাজ্যে যেখানে ৭৭টি আসন জিতেছে, সেখানে শুধু উত্তরবঙ্গ থেকেই তারা জিতেছে ৩০টি আসন। অর্থাৎ গোটা রাজ্যে পাওয়া আসনের প্রায় অর্ধেকই তারা পেয়েছে উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গের ৮টি লোকসভা আসনের মধ্যে ৭টিই বিজেপির দখলে। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে উত্তরবঙ্গে রয়েছে ৫৪টি। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে, এই ৫৪টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে ছিল ৩৭টিতে, তৃণমূল ১৩টি এবং কংগ্রেস ৪টিতে এগিয়ে ছিল। আজ এই উত্তরবঙ্গ থেকেই প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পরপর ২ দিন উত্তরের ২ জেলায় নির্বাচনী জনসভা রয়েছে তাঁর। এর আগে, পঞ্চায়েত ভোটের প্রচারে তেমনভাবে নামতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। এই কারণেই, এবার তাঁর ভোট প্রচারে নামার মধ্য়ে আলাদা তাৎপর্য খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Clove Farming: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা