Panchayat Election Result : জয়ী BJP প্রার্থীদের অসমের গোপন ডেরায় নেওয়ার উদ্যোগ !
Panchayat Election Results 2023: মহারাষ্ট্র, কর্ণাটকের পুনরাবৃত্তি কোচবিহারের দিনহাটায়, জয়ী বিজেপি প্রার্থীদের কেন অসমের গোপন ডেরায় নিয়ে যাওয়ার উদ্যোগ ?
কোচবিহার: মহারাষ্ট্র, কর্ণাটকের পুনরাবৃত্তি কোচবিহারের দিনহাটায় (Cooch Behar Dinhata)। জয়ী বিজেপি প্রার্থীদের (BJP Candidate) অসমের গোপন ডেরায় নিয়ে যাওয়ার উদ্যোগ। বাস মালিক ভিনরাজ্যে যেতে রাজি না হওয়ায় রাস্তায় আটকানো হয় বাস। এমনই অভিযোগ বাস মালিকের। বিজেপি নেতৃত্বের (BJP) সাফাই, পঞ্চায়েত ভোটে প্রার্থীরা খাটা-খাটনি করেছেন। তাই ঘুরতে নিয়ে যাওয়ার ভাবনা। যদিও বাংলায় ভোট-হিংসার শিকার প্রায় দেড়শোজন অসমে আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
প্রসঙ্গত, তখনও কর্ণাটক ভোটের ফলাফলের পুরো ছবি সামনে আসেনি। কিন্তু ততক্ষণে কর্ণাটক বিধানসভা নির্বাচনে জয়ের গন্ধ ধুকে পড়েছে কংগ্রেসের হেঁসেলে। আর এর পরেই মাস্টার প্ল্যান। জয়ী বিধায়কদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেয় কংগ্রেস। পুরনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এই পদক্ষেপ করা হয়েছিল বলে সেসময় কংগ্রেস সূত্রে খবর উঠে আসে। তবে এবার কংগ্রেসের সেই দেখানো পথই অনুসরণ করল গেরুয়া শিবির ?
রাজ্যে পঞ্চায়েত ভোট ঘিরে ক্রমবর্ধমান হিংসার সঙ্গেই বেড়েছে নিহত-র সংখ্যা। আর এমন পরিস্থিতিতে রাজ্য়ে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। প্রশ্নও তোলা হয়েছে টিমের প্রতিনিধিদের তরফে। যদিও এদিন গোধূলিবেলায় গেরুয়া শিবিরকে তুলোধনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেছেন, 'বাংলার বদনাম করে বেড়াচ্ছে, আবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে!' তুলেছেন প্রশ্নও তৃণমূল সুপ্রিমো (TMC)।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'কেন্দ্রীয় বাহিনী ছিল, তাও কেন ভাঙড়ে কেন গন্ডগোল হল? বাইরে থেকে গুন্ডারা স্কুলে বোমা জমা করে রেখেছিল, পুলিশও আক্রান্ত। আমরা অনেক সহ্য করেছি, আমাদের এলাকাতেও পুনর্নির্বাচন করেছি। বাংলার বদনাম করে বেড়াচ্ছে, আবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে!' এখানেই শেষ নয়, মমতার সংযোজন, 'কথায় কথায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এজেন্সি, এভাবে দেশ চালানো যায় না। দেশ চালাতে হলে ধৈর্য ধরতে হয়।'
আরও পড়ুন, মনোনয়ন থেকে গণনা, ৩৫ দিনে ভোট সন্ত্রাসের বলি ৪৫
এদিকে, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং (BJP's Fact Finding Team) টিমের সদস্য রবিশঙ্কর প্রসাদ ইতিমধ্য়েই প্রশ্ন তুলেছেন, '৩৫৫-এর দাবি যুক্তি সঙ্গত, গণতন্ত্র বিপন্ন হলে দেখার দায়িত্ব কেন্দ্রের। গণনাতেও খুন, জয়ী প্রার্থীরা তৃণমূলে যোগ না দিলে সার্টিফিকেট দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি গণতন্ত্রকে লজ্জিত করেছেন। ভোট ঘিরে এত সংঘর্ষ, এত মৃত্যু, বোমা, গুলি, এটাই কি কাম্য?'