Panchayat Election 2023: রাত পোহালেই মহারণ, ২০১৮-র স্কোরবোর্ডে কোথায় তৃণমূল-বিজেপি-বামেরা? শেষ মুহূর্তে ফিরে দেখা
Panchayat Election: কাল আসন খলের লড়াই। ফলাফল আগামী ১১ জুলাই। তার আগে ফিরে দেখা যাক ২০১৮-এর পঞ্চায়েতের ফলাফল।
কলকাতা: রাত পোহালেই নির্বাচন। ভোটের উত্তাপে ফুটছে পশ্চিমবঙ্গ। কাল আসন খলের লড়াই। ফলাফল আগামী ১১ জুলাই। তার আগে ফিরে দেখা যাক ২০১৮-এর পঞ্চায়েতের ফলাফল। তার আগে দেখে নেওয়া যাক ২০২৮-র স্কোরবোর্ডে কে কোথায় ছিল।
কোচবিহার জেলা পরিষদের মোট আসন সংখ্যা ৩৩। ২০১৮-তে তৃণমূল ৩২টি আসনে জয় পায় তৃণমূল, অন্যান্যরা জিতেছিল ১টি আসনে। বিজেপি, বাম এবং কংগ্রেসের আসন সংখ্যা ছিল ০ ।
উত্তর দিনাজপুরের মোট ২৬টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ২৪টি আসন। বিজেপি পেয়েছিল মাত্র ১টি। অন্যদিকে বামেরা পেয়েছিল ১টি এবং কংগ্রেসের স্কোর ছিল ০। অর্থাৎ তাঁরা একটাও আসন পায়নি।
২০১৮তে নদিয়ার মোট ৪৭টি আসনে তৃণমূল পায় ৪৫টি আসন। বিজেপি পায় ২টি আসন । বাম এবং কংগ্রেস সে বার কোনও আসনই পায়নি।
২০১৮ তে পশ্চিম বর্ধমানের মোট ১৭টা আসনের মধ্যে তৃণমূলই সবকটা আসন পেয়েছিল। বাকি বিজেপি, কংগ্রেস এবং বামেদের স্কোর ছিল ০
দক্ষিণ দিনাজপুরের ২১ টি মোট আসনে ২০১৮-তে তৃণমূলই সবকটা আসনে জয়ী হয়েছিল। বিজেপি, বাম এবং কংগ্রেস ছিল শূন্যতে।
পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে মোট আসনের সংখ্যা ৫১টি, ২০১৮-তে তৃণমূলই সবকটা আসনে জয়লাভ করে। বিজেপি এবং বাম ও কংগ্রেসের আসন সংখ্যা ছিল শূন্য।
দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদে মোট আসন সংখ্যা ৮১টি। ২০১৮-তে তৃণমূল সবকটি আসনেই জয়ী হয়। বিজেপি, বাম এবং কংগ্রেসের ভাড়ারে ছিল শূন্য
২০১৮তে পুরুলিয়ায় মোট ৩৮টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ২৬টি আসন। বিজেপি জিতেছিল ৯টি আসনে, কংগ্রেস পায় ৩টি আসন এবং বামেরা কোনও আসনই পায়নি।
মুর্শিদাবাদের মোট ৭০টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ৬৯টি আসন। কংগ্রেস পেয়েছিল মাত্র ১ টি আসন। বিজেপি ও বামেরা ২০১৮-তে কোনও আসন পায়নি।
বীরভূমে মোট ৪২টি আসনে তৃণমূল ২০১৮-তে সব আসনেই জয়ী হয়েছিল। বিজেপি, বাম এবং কংগ্রেসের স্কোর ছিল শূন্য
২০১৮-তে পঞ্চায়েত ভোটের মোট ১৯টির আসনের মধ্যে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে তৃণমূল। বিজেপি, কংগ্রেস এবং বামেদের স্কোর ছিল শূন্য।
হুগলি জেলা পরিষদের মোট ৫০ টি আসনের মধ্যে তৃণমূলই সব আসনে জয়লাভ করে। বিজেপি বাম এবং কংগ্রেসের প্রাপ্ত আসন শূন্য ছিল।