Panchayat Election: কাকা এখন ISF-এর প্রার্থী, ভাইপো লড়ছেন TMC-এর হয়ে
North 24 Parganas: দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েতের ১৮৫ নম্বর বুথ। এই বুথ এলাকারই বাসিন্দা শেখ আমিরুল হোসেন ও শেখ জালাল উদ্দিন। তাঁরা সম্পর্কে কাকা-ভাইপো।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: একই বাড়ি, একই গ্রাম। সম্পর্কে কাকা-ভাইপো। তাঁরাই এবার পঞ্চায়েতের ভোট ময়দানে তীব্র প্রতিদ্বন্দ্বী। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় দেখা গেল এমনই ছবি।
দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েতের ১৮৫ নম্বর বুথ। এই বুথ এলাকারই বাসিন্দা শেখ আমিরুল হোসেন ও শেখ জালাল উদ্দিন। তাঁরা সম্পর্কে কাকা-ভাইপো। কাকা শেখ আমিরুল হোসেন আগে তৃণমূলের সক্রিয় সদস্য ছিলেন। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে এই বুথেই তৃণমূলের প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেখানকার সিপিএম প্রার্থীর কাছে ৯ ভোটে হেরে যান। শেখ আমিরুলের অভিযোগ, হেরে যাওয়ার পর দল তাঁকে আর দেখেনি, সম্মান দেয়নি। তাই এবার আর তিনি তৃণমূলে নেই। শিবির বদলে এসেছেন বাম-আইএসএফ শিবিরে। আর এবারের ভোটেও তিনি প্রার্থী। তবে চৌরাশী গ্রাম পঞ্চায়েতের ১৮৫ নম্বর বুথে তিনি এবার দাঁড়িয়েছেন বাম সমর্থিত আইএসএফ প্রার্থী হিসেবে। কেন শিবির বদল? শেখ আমিরুল জানান, তৃণমূল পঞ্চায়েত স্তরে একের পর এক দুর্নীতি করেছে। সেই কারণেই এবার তিনি বাম-আইএসএফ শিবিরে। তিনি বলেছেন, '২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই করেছিলাম। নিজের গচ্ছিত লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছিল। কিন্তু ভোটে হেরে যাই। হেরে যাওয়ার পরে দল আর খবর রাখেনি।'
ওই একই বুথে তৃণমূলের প্রার্থী হয়েছেন শেখ আমিরুলের ভাইপো শেখ জালাল উদ্দিন। তিনি বলেন, 'বিগত ১০ বছর ধরে ১৮৫ নম্বর বুথ সিপিএম দখল করে রেখেছিল, কোনও উন্নয়ন হয়নি। এই বুথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে লড়াই করব এবং ১০০ শতাংশ জয়লাভ করব।'
একই পরিবারে এমন বিরোধী শিবিরে দুই জন। সমস্যা হবে না? শেখ জালাল উদ্দিনের দাবি, সম্পর্ক সম্পর্কের জায়গায় থাকবে, রাজনীতিতে দেখা গিয়েছে বাবা-ছেলে দুই দলে প্রতিদ্বন্দ্বিতা করছে বা দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সেখানে কাকা-ভাইপোর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কোনও প্রভাব পড়বে না। কাকা কেন তৃণমূল ছেড়ে আইএসএফ-এ গিয়েছে সেটা তাঁর ব্যক্তিগত বিষয় বলে জানিয়েছেন জালাল উদ্দিন।
একই পরিবার থেকে দুই দলে দাঁড়ানো নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক তরুণ কান্তি ঘোষ বলেন, 'ভোট যুদ্ধ নয়, এটা যেন গৃহযুদ্ধ। কাকা ভাইপো একই বুথে ভোট চাইছেন। এটা তৃণমূলের ষড়যন্ত্র। এমনভাবে রাজনীতি বিরোধীশূন্য করতে হবে, মানুষের পরিবারের মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। আমরা আশঙ্কা করছি এই একই পরিবারের কাকা-ভাইপো যে রাজনৈতিক লড়াইয়ে নেমেছেন, তাতে যেকোনও মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষে হবে। আমরা এই ধরনের রাজনীতির তীব্র ভাষায় নিন্দা করি।'
আরও পড়ুন: জিমে না গিয়েও কীভাবে খেয়াল রাখবেন শরীর-স্বাস্থ্যের? ফিট থাকতে প্রতিদিন করতে পারেন এই কাজগুলি