Panchayat Elections 2023 Live Updates: 'ভোটের রেজাল্ট বেরোনোর পর রাজ্যপালের বাড়িকে গঙ্গা জলে ধোয়া উচিত আমাদের', ফের বেনজির আক্রমণে মদন
WB Panchayat Polls News Live: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন।
LIVE

Background
Panchayat Election Live Updates : 'ভোটের রেজাল্ট বেরোনোর পর রাজ্যপালের বাড়িকে গঙ্গা জলে ধোয়া উচিত আমাদের', ফের বেনজির আক্রমণে মদন
রাজ্যপালকে ফের বেনজির আক্রমণে মদন-কল্যাণ। 'পিস হাউসের নামে রাজ্যপাল হিংসা ছড়াচ্ছেন, নিজের বাড়িকে অপবিত্র করে তুলছেন'। 'ভোটের রেজাল্ট বেরোনোর পর রাজ্যপালের বাড়িকে গঙ্গা জলে ধোয়া উচিত আমাদের'। 'রাজ্যপাল ও কেন্দ্রীয় বাহিনী শেষ কথা বলবে না'। 'আগেরবারের স্লোগান ছিল খেলা শুরু, এবারের স্লোগান খেলা শেষ'। হুঙ্কার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। 'পঞ্চায়েত ভোটে বিজেপির বড় প্রচারক রাজ্যপাল সিভি আনন্দ বোস'। 'পশ্চিমবঙ্গের রাজ্যপালের মতো সংবিধান-ঘাতক একজনকেও পাবেন না'। লাগামহীন আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
Panchayat Elections 2023: রানিনগরে আক্রান্ত তৃণমূল কর্মী, ফাটল মাথা
মুর্শিদাবাদের রানিনগরে আক্রান্ত তৃণমূল কর্মী, ফাটল মাথা। প্রচার সভা থেকে ফেরার পথে হামলার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।
হামলার অভিযোগ অস্বীকার কংগ্রেসের।
Panchayat Election Live Updates : খড়গ্রামে বোমা বাঁধতে গিয়ে জখম ২ দুষ্কৃতী
মুর্শিদাবাদে বোমার আবাদ ! খড়গ্রামে বোমা বাঁধতে গিয়ে জখম ২ দুষ্কৃতী। ঘটনাস্থল থেকে উদ্ধার বেশ কয়েকটি বোমা। কাদের নির্দেশে বোমা বাঁধা হচ্ছিল? খতিয়ে দেখছে পুলিশ।
Panchayat Elections 2023: বাসন্তীর ভরতগড় গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর গরানবোস গ্রামে বিজেপি প্রার্থী ও কর্মীদের বাড়িতে হামলা
পঞ্চায়েত ভোটের চারদিন আগে বাসন্তীতে দফায় দফায় অশান্তি। রাতে বাসন্তীর ভরতগড় গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর গরানবোস গ্রামে বিজেপি প্রার্থী ও কর্মীদের বাড়িতে হামলা । হামলার অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাইক ভাঙচুরের পাশাপাশি এলাকায় চলে ইটবৃষ্টি। হামলা-যোগ অস্বীকার করেছে শাসকদল।
Panchayat Election Live Updates : কানাইয়ালাল-হামিদুল দ্বন্দ্বের জের, ইসলামপুরের গোবিন্দপুর পঞ্চায়েতে নেই তৃণমূলের কোনও প্রার্থী
কানাইয়ালাল-হামিদুল দ্বন্দ্বের জের, ইসলামপুরের গোবিন্দপুর পঞ্চায়েতে নেই তৃণমূলের কোনও প্রার্থী। গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ২৩টি আসনের মধ্যে একটিতেও নেই তৃণমূল প্রার্থী। তৃণমূলের প্রতীক না পেয়ে পরস্পরের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে কানাইয়ালাল-হামিদুলের অনুগামীরা। তৃণমূলের প্রতীক না পেয়ে নির্দল হয়ে ভোটের লড়াইয়ে গ্রাম পঞ্চায়েতের ৪৬জন প্রার্থী। ৪৬ জনের মধ্যে ২৩ জন কানাইয়ালালের অনুগামী, বাকি ২৩জন হামিদুলের ঘনিষ্ঠ। গোবিন্দপুর থেকে পঞ্চায়েত সমিতির ৩টি আসনেও নেই শাসক দলের কোনও প্রার্থী। দলীয় কোন্দলের জেরে মেলেনি প্রতীক, তাই নির্দল, দাবি ৫২ জন প্রার্থীর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
